somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্ষুদ্রায়তন
আমাদের নিত্য দিনের কেনাকাটায় এরকম হাজারো সমস্যার মুখোমুখি হই আমারা । আর এজন্যই আমরা আছি http://productreviewbd.com –পণ্যের রিভিউ, কেনার আগের বিভিন্ন পরামর্শ আর কেনাকাটার হরেক রকমের নির্দেশিকা আপনাদের কাছে তুলে ধরার জন্য।

কোন সাইজের বাইসাইকেল আপনার দরকার

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার যে সাইজের বাইসাইকেল দরকার আপনি যদি হন নতুন বাইসাইকেল চালক তবে প্রথমেই জেনে নিন একটি সাইকেলের অ্যানাটমি। বাই সাইকেল কেনার আগে তাই আপনার গঠন ও আকৃতির সাথে উপযুক্ত বাইসাইকেলটি খুঁজে বের করুন। সেই বাইসাইকেলটি কিনবেন যেটা আপনার প্রয়োজন আর শারীরিক উপযুক্ততার সাথে যথোপযুক্ত । এসবের সাথে যথোপযুক্ত বাইসাইকেলই আপনাকে দেবে আরামদায়ক সাইকেলিং ।

মোটর বাইক কেনার পরামর্শ বা নির্দেশিকা

দেখুন একটি বাইসাইকেলের অ্যানাটমি ঃ

bike-size-to-buy

বাইসাইকেল কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার শারীরিক আকার ও আকৃতি একই সাথে সাইজ বুজতে হবে সাইকেল কেনার আগে যাতে আপনার সাথে সামাঞ্জস্যপূর্ণ হয়। নিজের শরীরের উচ্চতা, শরীরের বিভিন্ন স্তরের মাপ, ধড়ের লম্বা এবং বাহুর লম্বা মাপ জানাটা আবশ্যক। আর আপনার উচ্চতা মাপার আগে অবশ্যই জুতা খুলে নিবেন ।

আপনার উচ্চতা ও শরীরের অন্যান্য অংশের সঠিক মাপ জানার পর আপনি আপনার জন্য সঠিক বাইসাইকেল এর সাইজটি বাছাই করতে পারবেন যা চালনা করা আপনার জন্য আরামদায়ক ও সস্তিদায়ক হবে।

নীচের ছবিতে দেখুন শরীরের বিভিন্ন স্তরের মাপ বাইকের জন্য Inseam length এর সঠিক মাপটি কিভাবে করবেনঃ

height-measurement-in bicycle-buying

এটি শুরু হয় আপনার কোমর থেকে যেখানে আপনার সাইকেলের সিট টি থাকে।

প্রথম ধাপ-খালি পায়ে পা দুটি ৬-৮ ইঞ্চি ফাঁকা করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ান ।

২য় ধাপ- দু পায়ের মাঝে একটি বই দিয়ে দেয়াল ঘেঁষে বইটি আপনার শ্রোণিচক্র পর্যন্ত তুলুন । মেরুদণ্ড সোজা রাখুন। এটা আসলে আপনার বাইকের সিট এর মতো একটি অনুকরণ করে একটি কাজ ।

৩য় ধাপ- ৩য় কোন ব্যাক্তিকে বইটির উপর বা মেরুদণ্ড হতে ফ্লোর পর্যন্ত মাপ নিতে Inseam এর মাপ বুঝতে ভিডিও টি দেখুন



আপনার শরীরের ধড়ের মাপঃ
Inseam এর মাপের ১ম তিনটি ধাপ পুনরায় করুন।এবার শ্রোণীচক্র হতে গলা পর্যন্ত লম্বায় কত ইঞ্চি তা মাপ নিয়ে দেখুন। এটা আসলে গলার নিচে ভি সেপ কার্ভ হতে শুরু হবে যা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন।কণ্ঠা হতে হাতের তালুর মধ্য পর্যন্ত হল আপনার বাহুর লম্বার মাপ।

নীচের সাইজ তালিকা হতে আপনি বাইকের সাইজ সম্পর্কে একটি ধারনা পাবেনঃ

রাস্তার বাইকের সাইজ
আপনার উচ্চতা আর আকৃতির ভিত্তিতে আপনার বাইকের ফ্রেম সাইজ নির্ধারণ

উচ্চতা Inseam মাপ বাইকের ফ্রেম
৪ ফিট ১০ ইঞ্চি – ৫ ফিট ১ ইঞ্চি ২৫.৫ – ২৭ ইঞ্চি ৪৬-৪৮ সেমি.

৫ ফিট ০ ইঞ্চি – ৫ ফিট ৩ ইঞ্চি ২৬.৫ – ২৮ ইঞ্চি ৪৮-৫০ সেমি.

৫ ফিট ২ ইঞ্চি – ৫ ফিট ৫ ইঞ্চি ২৭.৫ – ২৯ ইঞ্চি ৫০-৫২ সেমি.

৫ফিট ৪ ইঞ্চি – ৫ ফিট ৭ ইঞ্চি ২৮.৫ – ৩০ ইঞ্চি ৫২-৫৪ সেমি.

৫ ফিট ৬ ইঞ্চি – ৫ ফিট ৯ ইঞ্চি ২৯.৫- ৩১ ইঞ্চি ৫৪-৫৬ সেমি.

৫ ফিট ৮ ইঞ্চি – ৫ ফিট ১১ ইঞ্চি ৩০.৫ – ৩২ ইঞ্চি ৫৬-৫৮ সেমি.

৫ ফিট ১০ ইঞ্চি -৬ ফিট ১ ইঞ্চি ৩১.৫ – ৩৩ ইঞ্চি ৫৮-৬০ সেমি.

৬ ফিট ০ ইঞ্চি – ৬ ফিট ৩ ইঞ্চি ৩২.৫ – ৩৪ ইঞ্চি ৬০-৬২ সেমি.

৬ ফিট ২ ইঞ্চি – ৬ ফিট ৫ ইঞ্চি ৩৪.৫ – ৩৬ ইঞ্চি ৬২-৬৪ সেমি.

আপনার আকৃতির তুলনায় ছোট বা বড় সাইকেল দুটোই চালাতে আরামদায়ক হবে না এবং নিরাপদ ও স্বস্তিদায়কও নয়।

সাইজ
যদি আপনার বাইকটির টপ টিউবটি(যা সিট ও হ্যান্ডল বারের মধ্যে থাকে) আপনার দু পায়ের মাঝে ২ বা ৩ আঙ্গুল জায়গা রাখে এবং আপনি সিটে বসে মাটিতে আপনার পা দুটি সমান ভাবে রাখতে পারেন তবে এটা আপনার জন্য সঠিক সাইজ। যদি কোন টপ টিউব না থাকে তবে সিটে বসে মাটিতে পা রাখতে পারেন কিনা পরীক্ষা করুন। একইসাথে সিটে বসে প্যাডেল চালাতে আরাম পাচ্ছেন কিনা তাও দেখুন। সিটে বসে হ্যান্ডলবার সহজভাবে ধরে স্বাভাবিকভাবে প্যাডেল চালাতে পারলে আপনার জন্য সঠিক সাইজ এটাই । আপনার যে যে মাপ দরকার বাইক কেনার সময়- আপনার পায়ের সাইজই নির্ধারণ করবে আপনার stand over উচ্চতা আপনি আপনার সাইকেলের সিটের সামনে টপ টিউবের দু পাশে পা দিয়ে দাঁড়ালে শ্রোণিচক্র হতে নিচ পর্যন্ত হল আপনার stand over উচ্চতা। নীচের ছবিতে দেখুন-

What-measurements-do-you-need-with-your-bike-in-shop

আপনার শরীরের উপরের অংশের মাপের উপরও অনেক কিছু নির্ভর করে। আপনাকে জানতে হবে আপনার ape index এর মাপ সম্পর্কে । ape index হলে আপনার দুহাত প্রসারিত করলে সর্ব সাকুল্যে যে মাপ হয় তার থেকে আপনার শরীরের মোট উচ্চতার মাপের বিয়োগফল ।

আপনার যদি ধনাত্মক ape index হয় মানে আপনার দুহাত প্রসারিত করলে সর্বসাকুল্যে যে মাপ হয় তার থেকে আপনার শরীরের মোট উচ্চতার মাপের বিয়োগফল যদি ধনাত্মক হয় তার মানে আপনার ধনাত্মক ape index । আর এর বিপরীত টা হলে ঋণাত্মক ape index।

যেমন ধরুন-

দুহাত প্রসারিত করলে মোট মাপ ১৫২ সেমি. – মোট উচ্চতা ১৬৩ সেমি. = -১১ সেমি. অর্থাৎ ঋণাত্মক ape index। আর এজন্য আপনার ছোট ফ্রেম সাইজের বাইক কেনাই যথোপযুক্ত হবে।

বাইক কেনার জন্য আরও কিছু সহজ পরামর্শ
আপনার inseam এর মাপ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় বাইক কেনার সময়। সবচেয়ে ভাল হয় আপনি যদি আপনার inseam ও এর সাথে আরও ১ থেকে ২ ইঞ্চি যোগ করে হিসাব করেন যাতে আরামদায়কভাবে টপ টিউবের উপরে আপনার মাপটি থাকে। বাইক এক্সপার্টরা বলেন যে, রাস্তার বাইকের জন্য এটি ১ থেকে ২ ইঞ্চি এবং পাহাড়ি বাইকের জন্য এটি ২ থেকে ৪ ইঞ্চি হলে বেশী ভাল।

আপনার সাইজের সাথে উপযুক্ত সাইজটি বাইকের সাইজ তালিকা থেকে খুঁজে বের করুন।

টপ টিউবের দৈর্ঘ্য এর অন্য আর একটি সুত্র হল –

(আপনার ধড়ের উচ্চতা+ আপনার হাতের দৈর্ঘ্য )/২ = ক

ক-৬= টপ তিউবের দৈর্ঘ্য

height and inside legs measurements

ব্যাখ্যা ঃ আপনার ধড়ের উচ্চতার সাথে হাতের দৈর্ঘ্য যোগ করুন। এটিকে ২ দিয়ে ভাগ করুন। ভাগফল থেকে ৬ বিয়োগ করুন। এই দূরত্বই আপনাকে জানিয়ে দেবে আপনার সিট আর হ্যান্ডল বারের দূরত্ব কি হওয়া দরকার।

বাইসাইকেলের অ্যানাটমি জানুন নীচের তালিকা থেকে

Know the bicycle anatomy

top-tube-measurement-guide

রাস্তার বাইকের সাইজ তালিকা
রাস্তার বাইকের ফ্রেম সাইজের তালিকা

উচ্চতা inseam দৈর্ঘ্য বাইকের ফ্রেম সাইজ

৪ ফিট ১০ ইঞ্চি – ৫ ফিট

৫ ফিট ০ ইঞ্চি – ৫ ফিট

৫ ফিট ২ ইঞ্চি – ৫ ফিট ৫

৫ফিট ৪ ইঞ্চি – ৫ ফিট ৭

৫ ফিট ৬ ইঞ্চি – ৫ ফিট ৯

৫ ফিট ৮ ইঞ্চি – ৫ ফিট

৫ ফিট ১০ ইঞ্চি -৬ ফিট

৬ ফিট ০ ইঞ্চি – ৬ ফিট

৬ ফিট ২ ইঞ্চি – ৬ ফিট ৫

২৫.৫ – ২৭ ইঞ্চি ৪৬-৪৮ সেমি.

২৬.৫ – ২৮ ইঞ্চি ৪৮-৫০ সেমি.

২৭.৫ – ২৯ ইঞ্চি ৫০-৫২ সেমি.

২৮.৫ – ৩০ ইঞ্চি ৫২-৫৪ সেমি.

২৯.৫- ৩১ ইঞ্চি ৫৪-৫৬ সেমি.

৩০.৫ – ৩২ ইঞ্চি ৫৬-৫৮ সেমি.

৩১.৫ – ৩৩ ইঞ্চি ৫৮-৬০ সেমি.

৩২.৫ – ৩৪ ইঞ্চি ৬০-৬২ সেমি.

৩৪.৫ – ৩৬ ইঞ্চি ৬২-৬৪ সেমি.

হাইব্রিড বাইকের সাইজ তালিকা
হাইব্রিড বাইকের ফ্রেম সাইজের তালিকা

উচ্চতা inseam দৈর্ঘ্য বাইকের ফ্রেম সাইজ

৪ ফিট ১১ ইঞ্চি – ৫ ফিট

৫ ফিট ৩ ইঞ্চি – ৫ ফিট ৭ ২৭ – ২৯ ইঞ্চি ১৫-১৭ ইঞ্চি

২৫- ২৭ ইঞ্চি ১৩-১৫ ইঞ্চি

৫ ফিট ৭ ইঞ্চি – ৫ ফিট

৫ ফিট ১১ ইঞ্চি – ৬ ফিট

৬ ফিট ২ ইঞ্চি – ৬ ফিট ৪

৬ ফিট ৪ ইঞ্চি – উপর

২৯- ৩১ ইঞ্চি ১৭-১৯ ইঞ্চি

৩১- ৩৩ ইঞ্চি ১৯-২১ ইঞ্চি

৩৩ – ৩৫ ইঞ্চি ২১-২৩ ইঞ্চি

৩৫ – উপরে ২৩ ইঞ্চি ও উপরে

পাহাড়ী রাস্তায় চালানো বাইকের সাইজ তালিকা

পাহাড়ী রাস্তায় চালানো বাইকের ফ্রেম সাইজের তালিকা

উচ্চতা inseam দৈর্ঘ্য বাইকের ফ্রেম সাইজ

৪ ফিট ১১ ইঞ্চি – ৫ ফিট

৫ ফিট ৩ ইঞ্চি – ৫ ফিট ৭

৫ ফিট ৭ ইঞ্চি – ৫ ফিট

৫ ফিট ১১ ইঞ্চি – ৬ ফিট

৬ ফিট ২ ইঞ্চি – ৬ ফিট ৪

৬ ফিট ৪ ইঞ্চি – উপর

২৫- ২৭ ইঞ্চি ১৩-১৫ ইঞ্চি

২৭ – ২৯ ইঞ্চি ১৫-১৭ ইঞ্চি

২৯- ৩১ ইঞ্চি ১৭-১৯ ইঞ্চি

৩১- ৩৩ ইঞ্চি ১৯-২১ ইঞ্চি

৩৩ – ৩৫ ইঞ্চি ২১-২৩ ইঞ্চি

৩৫ – উপরে ২৩ ইঞ্চি ও উপরে

রাস্তার বাইক এবং পাহাড়ি রাস্তার বাইকের ফ্রেম সাইজ নির্ধারণঃ
আপনার inseam এর মাপ নিন আপনার মেরুদণ্ড হতে নীচ পর্যন্ত । এটিকে .৬৫ দয়ে গুন করুন। যে ফলাফল পাবেন সেটাই আপনার বাইকের সঠিক ফ্রেম সাইজ। যেমন ধরুন ৮১ সেমি. গুন ০.৬৫= ৫২.৬৫ । তাহলে আপনি ৫২ বা ৫৩ সেমি. ফ্রেমের বাইক কিনবেন। কম্প্যাক্ট সাইজ নির্ধারন ভার্চুয়াল সিট- টিউব লেংথ ব্যবহার করে, যা অনুসরণ করা ঠিক হবে না। আপনি যদি সেমি. কে ইঞ্চিতে পরিবর্তন করতে চান তবে একে ২.৫৪ দিয়ে ভাগ করুন। পাহাড়ি রাস্তায় চালানো বাইকের জন্য রাস্তার বাইকের সাইজের থেকে ১০-১২ সেমি. বাদ দিয়ে দিন। সেটি হবে পাহাড়ি রাস্তার চালানো উপযোগী বাইকের ফ্রেম সাইজ।

সিটের উচ্চতাঃ
আপনি যখন প্যাডেলে পা রাখবেন আপনার হাঁটু একটু বাঁকানো থাকবে। সাইকেলিং জুতা পড়ে এটি চেক করুন। নীচ থেকে সিটের উপর পর্যন্ত মেপে দেখুন। এটা হল আপনার সিটের উচ্চতা। এটি হবে আপনার সেমি. এ inseam কে ০.৮৮৩ দিয়ে গুন করলে যা হয় তার কাছাকাছি কোন সংখ্যা ।

বাইকের সাইজ আপনার শারীরিক আকার ও আকৃতির সাথে যতটা উপযুক্ত হবে আপনি এটি চালিয়ে ততই আরামবোধ করবেন। আর সাইকেলিংকেও উপভোগ করতে পারবেন পুরোপুরি। তাই নিজের আকৃতির কথা বিবেচনা করেই আপনার বাইকের সঠিক সাইজটি কেনা হবে বুদ্ধিমানের কাজ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

মেহেদীর পরিবার সংক্রান্ত আপডেট

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:৪৯


মার্চ মাস থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। ক'দিন আগেও খুলনায় যাওয়ার ইচ্ছের কথা জানিয়েও আমার বিগত লিখায় কিছু তথ্য চেয়েছিলাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মেহেদীর পরিবারকে দেখতে আমার খুলনা যাওয়া হয়ে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

×