আজ আমার প্রিয় একজন মানুষ তার বাবাকে হারিয়েছে। কি বলে সান্তনা দেব তাকে???
সকালে একটা কাজে ফোন করেছিলাম। কান্না ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। শুধু এতটুকু বুঝতে পারলাম, তারা সবাই লাশ নিয়ে গ্রামের বাড়ীতে যাচ্ছে। আমি কোন কথা বলতে পারলাম না। কোন সান্তনার বাণী মুখ থেকে বের হল না আর। পরে কথা বলব, বলে রেখে দিয়েছি। ইচ্ছে থাকা সত্তেও কাছে যেতে পারছি না, তাই প্রচন্ড কষ্ট লাগছিলো।
দুপুরে কয়েকবার চেষ্টা করেও তার মোবাইলে নেটওয়ার্ক পাই নি। তবে, এটাও ভেবেছি, কি বলে সান্তনা দেব তাকে? এখন তাকে বিরক্ত করা কি ঠিক হবে? আবার মনে হয়েছে, আমার একটি ফোন পেলে হয়তো কিছুটা হলেও ভালো লাগতো। ভেবে ভেবে আর ফোন করি নি।এখন বারবার শুধু জানতে ইচ্ছে করছে, সে কেমন আছে? বাসার অন্যান্য সবার কি অবস্হা?
সারাদিন যতই ব্যস্ততার মধ্যে থেকেছি, যখনই তার কথা মনে পড়েছে, মনটা ব্যাথাতুর হয়ে উঠেছে। কিন্তু আমার এই কষ্ট কি তার কষ্টকে লাঘব করতে পারবে?????
আল্লাহ সেই মানুষটির বাবাকে জান্নাতে পৌঁছে দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



