বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সুদাসদনের ভেতরে কি আছে তার ছবি কবে দেখাবেন- জনগণ তা জানতে চায়। জনগণের মনে এখন এটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী রংপুরের পীরগঞ্জের প্রত্যন্ত গ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। তার আনবিক কমিশনে চাকরি ছাড়া আর কোন উপার্জন ছিলো না। অথচ তিনি কি করে ধারমণ্ডির মতো অভিজাত এলাকায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। সুধাসদন নামে এই প্রাসাদটির ভেতরে ও বাইরে কি আছে- তা কবে সাংবাদিকদের অবহিত করা হবে জাতি জানতে চায়। তিনি বলেন, শেখ মজিবরের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তিনিও মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিন্ত কীভাবে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি নির্মাণ করা হয়েছে তাও জাতি অবগত আছে।
সুত্র:http://www.sheershanews.com/index.php?option=com_content&view=article&id=30369:2010-11-16-06-51-12&catid=34:2009-07-14-11-31-17&Itemid=53

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




