হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচ.এম.পি.ভি.) সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। রোগের উপসর্গ অনেকটাই আমাদের পরিচিত সাধারণ জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া, নিঃশ্বাস ঠিকমতো নিতে না পারা, গলা ব্যাথা, সর্দি, কাশির মতো হলেও এটি অনেকের জন্য মৃত্যুর কারণ হতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই যক্ষা, নিউমোনিয়া, হাপানি, ক্যানসার ইত্যাদি জনিত স্বাস্থ্যগত সমস্যা রয়েছে।
অস্ট্রেলিয়াগ বিগত তিন সপ্তাহ ধরে ক্রমাগতভাবে এ রোগে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। তিন সপ্তাহ আগে ৬৪৮ জন ব্যক্তির মধ্যে এই ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেলেও তা বর্তমানে প্রায় ১২০০ এর বেশী রোগীতে ছড়িয়েছে। উল্লেখ্য যে, এই ভাইরাসটি ২০০১ সালে আবিষ্কৃত হলেও এখনো পর্যন্ত এর সরাসরি কোন প্রতিষেধক তৈরী হয় নি। সাধারণ জ্বর-ঠান্ডার মতোই এটি বেশীর ভাগ মানুষের ক্ষেত্রে বেশ ক'দিন স্থায়ী হওয়ার পর রোগী পুরোপুরি সেরে উঠতে পারেন তবে সবার ক্ষেত্রে তেমনটি নাও হতে পারে। ছোট বাচ্চা এবং বয়স্ক রোগীর ক্ষেত্রে এর প্রভাব গুরুতর হতে পারে। সুস্থ থাকতে তাই বাইরে থেকে বাসায় এসে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। যেখানে সেখানে কফ বা থুতু ফেলা এড়িয়ে গেলে এর সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই ভীত না হয়ে এখনই সচেতন হওয়া জরুরী।
তথ্যসূত্রসমূহ: উইকিপিডিয়া, এবিসি নিউজ, ডেইলি মেইল
ছবি কপিরাইট: নিউজ.কম.এইউ.