
শুধু বিপিএল ইভেন্ট নয় বরং দেশের সমগ্র ক্রিকেট পরিচালনার দায়ভার বিবিসির সেগুলি জেনেই বলছি। বিবিসি এখন বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড। ৯০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে বোর্ডের। অথচ - বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে মাত্র এক কোটি টাকা। রানার্সআপ ৫০ লাখ টাকা। ইটা ফাইজলামি ও দেশের ক্রিকেটকে পঙ্গু করার তৎপরতা .
পক্ষান্তরে -একটু দেখুন বিবিএলে প্রতি দলের গড় খরচ কত
বিপিএলের ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ লাখ টাকা। প্রতিটি ফ্রাঞ্চাইজিকে দল নিতেই বিসিবির কাছে জমা দিতে হচ্ছে ৪ কোটি টাকা করে। এর পর দল সাজানো, কোচিং প্যানেল, টুর্নামেন্ট পরিচালনা— সব মিলিয়ে কম করে ৭-৮ কোটি টাকা খরচ হয়ে যাবে প্রতিটি ফ্রাঞ্চাইজির।
ক্রিকেট বর্ডার স্পনসর যেখানে প্রতারক, সেখানে ফ্র্যাঞ্চাইজিরা ভালো স্পন্সর পাবেন কোথায় ?ভালো স্পনসর পান না দলগুলো
তুলনা দিতে চাইনা তবুও
আইপিএলের গত আসরে চ্যাম্পিয়ন দলের পুরস্কার ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা। আর পিএসএলের গত আসরের চ্যাম্পিয়নরা পেয়েছে সাড়ে ৪ কোটি টাকা এবং সিপিএল চ্যাম্পিয়নের প্রাইজমানি ছিল ৮ কোটি টাকার।
বৃহস্পতিবার প্রাইজমানির বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন -
বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য এবং বিসিবিপ্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, লং টার্ম একটা আমাদের আগামীতে পরিকল্পনা আছে যে শুরু করব। তখন হয়তো এই বিষয়গুলো আরও বড় আকারে দেখা যেতে পারে।'
ব্যাখ্যা শুনে মনে হয় -
"মনে হচ্ছে বাপ্ দাদার সম্পদ/সম্পত্তি থেকে এলাকার টুর্নামেন্ট চালাচ্ছে।
"
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



