
সামরিক বাহিনীতে সিগন্যাল সরঞ্জাম কেনার বিষয়ে আল-জাজিরা টেলিভিশন প্রতিবেদন বলা হয়েছিল - আজিজ আহাম্মেদের ভাই এই কেনাকাটার সঙ্গে যুক্ত।
আজিজ আহাম্মেদ (প্রাক্তন সেনা প্রধান) এর যুক্তি -
আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে, এর ক্রয়ের সঙ্গে আমার কোনো ভাই বা আত্মীয়-স্বজন জড়িত ছিলেন না।
কারণ বলেন - আমি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরেই সিগনাল সরঞ্জাম ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২৬ জুন ২০১৮ সালে চুক্তি সম্পাদন করে। আর আমি ওই বছরের মধ্যে ২৫ জুন দায়িত্ব গ্রহণ করি। একদিনের মধ্যে কিভাবে এখানে দুর্নীতি হলো(শুক্রবার (২৪ ডিসেম্বর ২০২১ ডয়েচে ভেল লাইভ)
ফিডার খাওয়া বয়সের যুক্তি খণ্ডন -
তিনি সেনা প্রধান হয়ে এসেছিলেন ভিন্ন গ্রহ থেকে নয় । তিনি বিজিবির প্রধান ছিলেন ২০১২ থেকে, পরবর্তীতে২০১৬ সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান। এরপর তিনি আর্টডক (আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড) এর অধিনায়ক হয়েছিলেন। তিনি সেনা প্রধান নিয়োগ পত্র পান ২০১৮ সালের ১৮ জুন যা ২৫ জুন ২০১৮ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর হয়। এবং সেটা কয়েক জনকে টপকিয়ে। ইত্যাদি অনেক কারণেই তার ভাইয়েরা জড়িত থাকতে পারেন।
আমি সেনা প্রধানের পক্ষে বা বিপক্ষে বলছিনা ,বলছি তার শিশুসুলভ যুক্তির বিষয়ে ।আমরা জানি মৃত্যুদন্ড পাওয়া তার এক ভাই এখন বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে এবং ....
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



