
কক্সবাজার গৃহবধূ ধর্ষণ ঘটনায় শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার কক্সবাজারে আবাসিক হোটেল কক্ষ বুকিং দেওয়ার সময় এনআইডি (জাতীয় পরিচয়পত্র) প্রদর্শন ও দাখিল করতে হবে। জেলা প্রশাসনের জরুরি বৈঠকে গতকালজেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ওই সভায় আরো সাত সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্য সিদ্ধান্তগুলো
প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যাসংবলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে। পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্পডেস্ক স্থাপন করা হবে। প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু/জোরদার করতে হবে। হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং এবং সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হবে। হোটেল-মোটেল মালিক সমিতি জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।
এই সাধারণ জ্ঞান ছাড়া জেলা প্রশাসন চালায় কিভাবে ,
এই জ্ঞানে জেলা প্রশাসক হয় বলেই সেই জেলার অবস্থান খুন ধর্ষণ ইয়াবা ছিনতাইয়ের স্বর্গরাজ্য। এরপরে বাসে চড়তেও এনআইডি দাখিল করতে হবে বলবে। অপরাধ কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে তৎপরতা নাই। তৎপরতা শুধু অপরাধের শিকার কে বা কারা সেই বিষয়ে প্রচার ও প্রসার।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



