
আমার মনে হয় এইসব কারণেই ফিলিস্তিন স্বাধীনতা কখনোই পাবে না এবং পুতুল আব্বাসের সাথে হামাস ও সমমনাদের দণ্ড।
জাতীয় সন্মানের কোথাও চিন্তা করা উচিত আব্বাস সাহেবের। প্রটোকল বলেও একটা ব্যাপার থাকে ?
মূল সংবাদ -
ইসরাইলি শহর রোশ হা-আয়িনে নিজের বাসভবনে আব্বাসকে স্বাক্ষাৎ দিয়ে ধন্য করেছেন আব্বাসকে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ওই বৈঠকে নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন তারা। এটি এ দুই জনের মধ্যেকার দ্বিতীয় বৈঠক।
আমার মত -
অবস্থান যাই হোক ,তিনি একজন রাষ্ট্রপ্রধান। অথচ মনে হচ্ছে বা আব্বাস মেনেই নিয়েছে তিনি ইসরাইলের একজন পুতুল জেলা প্রশাসক। তাই তিনি কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে সাক্ষাতে যান বা গিয়েছেন।
এতো শহীদ এতো হত্যা এতো ধ্বংশ এর উপর বসে বসে নিজ জাতিকেই পঙ্গু করে দিচ্ছে পুতুল প্রশাসন।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



