
জিয়াউর রহমান পার্কটি নিজের নাম করেননি। পরবর্তীতে বিএনপি হয়তো "জিয়া শিশুপার্ক" নাম দিয়েছিলো। বর্তমানে শহীদ জিয়া শিশুপার্ক বা ঢাকা শিশুপার্ক হিসেবেও পরিচিত।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ১৫ একর জায়গার ওপর গড়ে উঠা এ পার্ক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা সিটি কর্পোরেশন। শিশু পার্কটিতে ১২ টি রাইড রয়েছে। যেখানে একটি খেলনা ট্রেন, একটি গোলাকার মেরি গো রাউন্ড রাইড ও একাধিক হুইল রাইড রয়েছে।
মূল সংবাদ - শহীদ জিয়া শিশুপার্কের নাম পরিবর্তন করে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় এই নামকরণ অনুমোদন দেয়া হয়।
জানা যায়, চলতি বছেরের ২২শে ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ সংক্রান্ত উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভার সুপারিশের আলোকে সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রীয় শিশুপার্কটির নাম ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ নামে নামকরণের প্রস্তাব করা ও সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।
বর্তমান অবস্থান - পার্কটি আধুনিকায়নের নামে গত তিন বছর ধরে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই সংস্কার কাজ শেষ হতে আরো দুই বছর লাগবে।
আমার মনে হয় -আ`লীগের(চাটুকার বিভাগ এর ) ক্ষুদ্র মানসিকতার প্রকাশ এই নাম পরিবর্তন। লোকটা দেশের প্রেসিডেন্ট ছিল ,ছিলেন একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা। তার নাকের ধারণার একটি পার্ক থাকলে ক্ষতিতো কিছু নেই। আমার মনে হয় ওকজন সেক্টর কমান্ডার ,একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটুকু তার অধিকার।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



