
কোনো যুদ্ধই কাম্য নয় ,তবুও যুদ্ধ হয়। উভয় পক্ষই নিজেদের দাবির পক্ষে অনড় ও স্ৱঠিক মনে করে বলেই যুদ্ধ হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমি একটি মতামত ব্যাক্ত করতে চাই ,তা হল ,এই যুদ্ধে আমি রাশিয়াকে সমর্থন করি (অপারগ হয়ে ) .যদিও আমার সমর্থে রাশিয়া বা ইউক্রেনের কিছুই জয়াসে না।
প্রথমেই একটি ভিডিও যা বিবিসি প্রকাশ করেছে ,যেখানে পশ্চিমারা বলতে চাইছেন ,কত অসহায় হয়ে পড়েছে ইউক্রেন/ইউক্রেনের সাধারণের অবস্থা। ছবিতে একজন ইউক্রেনীয় মহিলা ,একজন রাশিয়ার সৈন্যের সাথে কথা বলে দেখা যাচ্ছে।
ছবিটি ও ভিডিওটি র কথাগুলি পর্যালোচনা করে আমি যা পেলাম -
১)যুদ্ধের মাঝে বিপক্ষ দলের একজন স্বসস্র সৈনিকের সাথে একজন মহিলা রাগান্নিত হয়ে কিছু বলছে এবং কেই দূর থেকে তা ভিডিও করছে। পৃথিবীর ইতিহাসে বা আমাদের স্বাধীনতা যুদ্ধে ,আমাদের মা/বোন/কন্যারা ১৯৭১ এ কি কল্পনা করেছিল যুদ্ধের ময়দানে এমন কখনো সম্ভব (বিশেষ করে ২ লক্ষ বীরাঙ্গনা ) .যেখানে স্বামী/বাপ্/ভাইকে হত্যা করে নারীকে দলবদ্ধ ভাবে নির্যাতন করা হয়েছিল।
২) ভিডিওর কথা গুলি শুনলে জানা যায় কি বলছেন সেই মহিলা। সেমহিলা ধমকের শুরে অভিশাপ দিচ্ছে ও ইউক্রেন থেকে বের হয়ে যেতে বলছেন। রুশিয়ান সৈন্যটি নীরবেই সব সয়ে যাচ্ছেন।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



