
[প্রতীকী ছবি]
আজ আন্তর্জাতিক নারী দিবস।
সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারী। তবে এই এগিয়ে চলার পথে বৈষম্যগুলো এখনো বিদ্যমান, ইত্যাদি ইত্যাদি ডায়ালগে র আড়ালে,৩৬৫ দিনের ১দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করে নারী/পুরুষ উভয়েই নারীকে অপমান করছে এবং তা পালন করতে বাঁধ করে নারীকে নিগৃহতে ঠেলে দিচ্ছে।
দেশের গুরুত্বপূর্ণ সব মাধ্যমে নারী যোগ্যতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমি মনে করি -নারীকে প্রথমত নারী নয়; মানুষ ভাবতে হবে। আনতে হবে মানসিকতায় পরিবর্তন। নইলে নারীর যে অর্জন, তা টেকসই হবে না প্রতীকী রয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



