শিরোনামে আমি আগেই বলে দিয়েছি দূর্বল চিত্তের কেউ প্রবেশ করবেন করবেন না। যদি কেউ করে থাকেন তাইলে নিজ দায়িত্বে পড়েন। মাগার কেউ আনোয়ার হোসেন এর মত বুকের ডান দিক চেপে ধরে মারা গেলে আমি দায়ী নই।
মূল ঘটনায় আসি। ঘটনার স্থান আমাদের বাসা। আমাদের বর্তমান বাসাটি একটি দিঘীর কোণে, আশেপাশে আর কোন বাড়িঘর নেই। রাতের বেলা পুরো এলাকায় এক নিঝুম নিরবতা নেমে আসে।
গত গ্রীষ্মের ছুটিতে বাসায় গেলাম। আমাদের ভার্সিটিতে গ্রীষ্মের ছুটি সবার সাথে মিলে না, গাছের আম অপরিপক্ব থাকা অবস্থাতেই আমাদের ছুটি শেষ হয়ে যায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


