
সান্তিয়াগো, রাজধানী হাভানা থেকে অনেক দূরের একটি শহর । সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন বিপ্লবের প্রবাদপুরুষ ফিদেল ক্যাস্ত্রো । তার ভাই রাউল ক্যাস্ত্রো বলেন, ‘মৃত্যুর আগে ফিদেল ক্যাস্ত্রো আমাকে বিশেষভাবে বলে দিয়েছেন যাতে তার কোনো মূর্তি দেশে তৈরি না হয়।’ তিনি আরও বলেছেন, তার ভাই ব্যক্তিপূজায় বিশ্বাস করতেন না। আর তাই ফিদেলের ইচ্ছাকে পূর্ণতা দিতে তার নামে কোনো কিছুর নামকরণ না করার বিষয়টি আইন করে প্রতিষ্ঠিত করা হবে।
আর এই মহান নেতা বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করেই বলেছিলেন , “আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি ।” হ্যাঁ, বঙ্গবন্ধু হিমালয়ের মতই উঁচু । আমরা বঙ্গবন্ধুকে পেয়েছি, কিন্তু রাউলকে পাই নি , যিনি কিনা ঘোষনা দিবেন আমি বাংলাদেশকে সমুন্নত রাখব । ( বি.দ্র. হাজার হাজার কিউবানদের উদ্দেশ্যে তার ছোট ভাই রাউল ক্যাস্ত্রো ঘোষণা দিলেন ফিদেলের সমাজতন্ত্রী লিগ্যাসি সমুন্নত রাখার ) । মীরজাফরদের হঠকারিতায় বঙ্গবন্ধু হঠাত মারা গেলেন, স্বাভাবিকভাবে মরলে হয়তো বলে যেতেন, তিনি ও ব্যক্তিপূজায় বিশ্বাস করেন না।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


