somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাগু-ছাগু মিল-অমিল

২৯ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বহুত কাইজ্জা হইছে রাগু-ছাগু লইয়া। বহুত পাবলিক বহুত ফাল পাড়ছে। সত্যানুসন্ধানীর কাম হইলো প্রকৃত ঘটনা বাইর করা। হেইর লাইগা আইজকের এই পোস্ট।

পরথমে আসেন মিল গুলা মিলাইয়া লই।

১. নাটুকে ব্লগার - এউডা ১০০% ঠিক যে এরা দুইজনেই নাটুকে ব্লগার। ছাগু-রাগু দুইজনেই একবার ঘোষণা দিছে যে ব্লগ ছাইড়া চইলা যাইবো। আয় হায় রে। কি দুষ্ক! কি দুষ্ক! কিন্তু কিয়ের কি। একজন তিন পাতার বক্তৃতা দিয়া আরেকজন ম্যা ম্যা কইরা ঠিকই আবার খোয়াড়ে ফেরত আইছে। তয় রাগু নাটুকেপনার দিক দিয়া ছাগুরে উতরায় যাইবো এইডা ঠিক। একবার ঘোষণা দিছে কার কি ফাঁস কইরা দিবো, হের বাদে হে নিজেই হাসফাঁস শুরু কইরা দিছিলো।

২. গাছে না ধরা বেকুব - রাগুরে বেকুব কইলে পারফেক্ট অয় আর ছাগুরে কইতে অইবো মহাবেকুব। রাগুরে কেন বেকুব কইতাছি আগে হেইডা কই। রাগের মাথায় হে ছাগুর গোপন কাহিনি ফাঁস কইরা দিছে। আবার পরে হেইডার জন্য সরি কইয়া মুইছা দিছে। বেকুব না হইলে এরম কাম করতো না। ভাইবা চিন্তা কাম করতো। এইবার ছাগু লইয়া কই। হে হইলো বেকুব স্কয়ার। অনেক সহজ কথাও হে বুঝবার পারে না। তার বহুত পরমাণ ব্লগে আছে। তয় রিসেন্ট পোস্টটার কথা কই। হে বারবার কওয়ার লাগছে- রাগু আর রাগুরা এর মাঝে পারথক্য বোঝার ক্ষেমতা নাকি রাগুর নাই। আমি জিগায় ছাগুরে কি পারথক্য বুঝায়া ক দেখি। হে কয় না। আমি যেইডা বুঝি- রাগু কইলে শুধু রাগুরে বুঝায়। আর রাগুরা কইলে রাগুসহ সেইরম মানসিকতা সবাইরে বুঝায়। তার মানে কি রাগু বাদ পইড়া যায়? মোটেই না। বরং এইডা আরো বেশি অছলীল। কারণ এইখানে রাগুরে রোল মডেল বানানো হইতাছে। বেকুব স্কয়ার এই কথাডি বুঝবো কেমনে। হের মাথায় ঘিলু থাকলে তো।

৩. পরথিষ্ঠিত ব্যক্তি - দুইজনেই ব্যক্তিজীবনে পরথিষ্ঠিত। ছাগু কইছে হে বহুত বড় ছাগুরাম। তার সফটওয়্যার, হার্ডওয়্যার, আন্ডারওয়্যারের মেলা কারবার। হাবিজাবি নিকে হে আবার কাট পেস্ট মারে বিভিন্ন পরথিকা থেইকা। আর রাগু তো ডাগতর সাহেবান। দন্ত চিকিতসক। হে ও আমাগো বহুত অক্সফোর্ড, কেমবিরিজ, এম.আই.টি দেখায়া ছাড়ছে। তার মানে হে বহুত বড় আলেম।

৪. গোয়ার গোবিন্দ - ছাগু একডা পুরা ইতর। হের রেফারেন্সে দেখবেন অনলাইন লিংক ছাড়া কিচ্ছু নাই। আমার মনে অয় না হে কোনদিন লাইবেরিতে গেছে বইলা। খালি গুগল সার্চ করে আর লিংক দেয়। নিজে যেইডা বুঝে হেইডারে ঐশী বাণী মনে করে। শতকরা বারো-তোরো ভাগ আই.কিউ. লইয়া হে জন্মাইছে, এর বাইরে বোঝার ক্ষেমতা নাই। মন্তব্য পছন্দ না হইলে ব্যান করবো। হাস্যকর যুক্তি দিবো। এদিক দিয়া রাগু আরেক কাঠি সরস। হের পরশংসা করলে ঠিক আছে। মাগার কেউ যদি ক্রিটিসাইজ করে তাইলে খবর আছে কইলাম। রাজ্যের যুক্তিতে হে গিট্টু দিয়া লইয়া আইবো পরমাণ করতে হে যা কইছে তার উপর কোন কথা নাই্।

আইজকা থাউক। বহুত লম্বা হইয়া গেছে গা। আপনাগো মজাগ লাগলে পরে আরেকদিন কমুনে বাকিডা।
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমাকে লিখলাম প্রিয়

লিখেছেন মায়াস্পর্শ, ০২ রা মে, ২০২৪ বিকাল ৫:০১


ছবি : নেট

আবার ফিরে আসি তোমাতে
আমার প্রকৃতি তুমি,
যার ভাঁজে আমার বসবাস,
প্রতিটি খাঁজে আমার নিশ্বাস,
আমার কবিতা তুমি,
যাকে বারবার পড়ি,
বারবার লিখি,
বারবার সাজাই নতুন ছন্দে,
অমিল গদ্যে, হাজার... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ মিসড কল

লিখেছেন রানার ব্লগ, ০২ রা মে, ২০২৪ রাত ৯:৫৫



নতুন নতুন শহরে এলে মনে হয় প্রতি টি ছেলেরি এক টা প্রেম করতে ইচ্ছে হয় । এর পেছনের কারন যা আমার মনে হয় তা হলো, বাড়িতে মা, বোনের আদরে... ...বাকিটুকু পড়ুন

হিটস্ট্রোক - লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়

লিখেছেন ঢাকার লোক, ০২ রা মে, ২০২৪ রাত ১০:০৭

সাধারণত গরমে পরিশ্রম করার ফলে হিটস্ট্রোক হতে পারে। এতে দেহের তাপমাত্রা অতি দ্রুত বেড়ে ১০৪ ডিগ্রী ফারেনহাইট বা তারও বেশি হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক জরুরি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা... ...বাকিটুকু পড়ুন

আল্লাহকে অবিশ্বাস করার সংগত কোন কারণ নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা মে, ২০২৪ রাত ১০:৪৩



সব কিছু এমনি এমনি হতে পারলে আল্লাহ এমনি এমনি হতে সমস্যা নাই। বীগ ব্যাং এ সব কিছু হতে পারলে আল্লাহও হতে পারেন। সব কিছুর প্রথম ঈশ্বর কণা হতে পারলে আল্লাহও... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

×