১/ যে বেশী কথা বলেঃ বক্তা।
২/ যা সহজে পাওয়া যায়ঃ চাঁদা।
৩/ যা ভেজালযুক্তঃ চরিত্র।
৪/ যে জিনিস আমাদের সাথে লুকোচুরি খেলেঃ বিদ্যুৎ।
৫/ যে কর্মে অতিশয় তৎপরঃ মশা।
৬/ যা সর্বদাই ঘটেঃ সন্ত্রাস।
৭/ যে কথা দিয়ে কথা রাখে নাঃ জনপ্রতিনিধী বা ভোটপ্রার্থী।
৮/ যে মিথ্যা বলেঃ উকিল।
৯/ যা প্রচুর খেলেও পেট ভরে নাঃ ঘুষ।
১০/ মামা না থাকলে যা হয় নাঃ চাকুরি।
১১/ যা সবচেয়ে বেশী অপচয় করা হয়ঃ সময় বা গ্যাস।
১২/ যা সহজেই পাওয়া যায়ঃ উপদেশ।
১৩/ যা কষ্ঠে লাভ করা যায়ঃ ধার দেয়া টাকা।
১৪/ যা সহজেই ভেঙ্গে যায়ঃ সম্পর্ক বা বিশ্বাস।
১৫/ যে জ্যাম খাওয়ার যোগ্য নয়ঃ ট্রাফিক জ্যাম।
১৬/ যে ফল খাওয়া যায় নাঃ পরীক্ষার ফল।
১৭/ যা হারিয়ে গিয়েছেঃ সততা।
১৮/ যে সব সময় অত্যাচার করেঃ সরকারী দল।
১৯/ যে সব সময় অত্যাচারীত হয়ঃ বিরধী দল।
২০/ যে সব সময় অসহায়ঃ জনগন।
২১/ যা সহজেই করা যায়ঃ পর নিন্দা বা পরচর্চা।
২২/ যা পেতে ইচ্ছা করে নাঃ নিন্দা।
২৩/ যা শুনতে ইচ্ছে করেঃ প্রশংসা।
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩০