
খাঁচায় বন্দি এর।
২০১১ সালের আগষ্টের ১১ তারিখ। আমার মেয়ে সাইয়ারাকে নিয়ে গিয়ে ছিলাম ঢাকার মিরপুর চিড়িয়াখানায়। ঘুরে ঘুরে অনেকটা পথ হেঁটেছে। তখন কিছু পশু-পাখির ছবি তুলেছিলাম। তার থেকে কয়েকটা ছবি।
২। বানর

মন খারাপ করে বসে আছে বেচারা বানর।
৩। কানি বক

বক কিন্তু দুখের মত সাদা নয়, কারণ এটা কানি বক।
৪। সজারু

কিযে গন্ধ এর খাঁচার সামনে।
৫। কুমির

কুমিরের খাঁচাটা এমন ভাবে বানানো যে কুমির দেখাই কষ্ট।
৬। গন্ডার

আমাদের চামড়া ইদানিং এর মত মোটা হয়ে যাচ্ছে।
৭। ওয়াইল্ড বিস্ট

নামটা কেমন, স্বভাব তো শান্তই মনে হলো।
৮। ওয়াইল্ড বিস্ট

বাচ্চাটা কিন্তু বেশ দুরন্ত
৯। ওয়াইল্ড বিস্ট

১০। এইটার নাম জানি না।

১১। টাট্টু ঘোড়া

চড়বেন নাকি ঘোড়ায়?
১২। গাধা

কে বলে বাংলাদেশে গাধা নাই!!
১৩। গাধার বাচ্চা

এইটা কোন গালি না কিন্তু।
১৪। জেব্রা

সাদা কালো টিভির আমলের প্রাণী, এখনো রঙ্গিন হইতে পারে নাই।
১৫। দোয়েল

এটা কিন্তু মুক্ত
১৬। ময়ূরী

এরা ময়ূরী তাই তাদের পেখম নেই।
১৭। সাদা ময়ূর

ওর নাচার মুড নেই।
১৮। ইমু

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


