
২০১৪ইং সালের অক্টোবর মাসের ১৯ তারিখ গিয়ে ছিলাম সিলেট বেড়াতে। নানান যায়গা ছিল আমাদের বেড়ানোর তালিকায়। সেই তালিকা ধরে ২১ তারিখ বিকেলে আমরা পৌছাই জাফলং। প্রকৃতির পাশাপাশি নিম্ন আয়ের এক শ্রেণীর মানুষ যাদের জীবন জীবিকা মিশে আছে জাফলং এর নদী, জল আর পাথরের সাথে। নদী ঘিরে তাদের সেই কর্ম ব্যস্ততার কিছু দৃশ্য বন্দি হয় আমার Nikon D80 ক্যামেরায়। সেখান থেকে গোটাকয়েক ছবি শেয়ার করছি।
১।

নদীর তলদেশ থেকে নুড়ি পাথর সংগ্রহ করে ফিরছে দুজন তীরে
২।

চলছে নৌকা মেরামতের কাজ।
৩।

প্রস্তুতি চলছে
৪।

খেলার ছলে কাজ বা কাজের ছলে খেলা
৫।

খেলার ছলে কাজ বা কাজের ছলে খেলা
৬।

আলো-ছায়ার খেলা
৭।

চলছে পাথর তোলা
৮।

চলছে পাথর তোলা
৯।

দাদাদের অংশে চলছে ছিপ ফেলে মাছ ধরা
১০।

চলছে নৌকা মেরামতের কাজ।
১১।

নদীর তলদেশ থেকে নুড়ি পাথর সংগ্রহ করে ফিরেছে তীরে
১২।

নদীর তলদেশ থেকে সংগ্রহ করা নুড়ি পাথর নৌকা থেকে তীরে রাখছে
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


