সোনাকান্দা দূর্গ
১৬৫০ সালের দিকে মোঘল আমলে যখন মীর জুমলা বাংলার সুবাদার ছিলেন তৎকালীন সময়ে সমৃদ্ধ শহর ঢাকা ও তার আশপাশের এলাকাকে নদী পথে আগত মগ ও পর্তুগিজ শত্রুদের আক্রমণ প্রতিহত করতে ও জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষ্যা করার জন্য নদীর তীরে ৩টি দূর্গ তৈরি করা হয়। এই তিনটি দূর্গকে “জলদূর্গ” বলা হতো। ৩টি জলদূর্গের ২টি হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার দুই পাড়ে। একটি শীতলক্ষ্যার পশ্চিম পাড়ে “হাজীগঞ্জ দূর্গ”। অন্যটি শীতলক্ষ্যার পূর্ব পাড়ে “সোনাকান্দা দূর্গ”। ৩য়টি মুন্সীগঞ্জের “ইদ্রাকপুর দূর্গ”।
হাজীগঞ্জ দূর্গ
ইদ্রাকপুর দূর্গ
প্রথম তিনটি ছবি বিভিন্ন সময়ে আমার নিজের তোলা। শেষ ছবিটি গুগল ম্যাপ স্যাটেলাইট ভিউ থেকে তৈরি করেছি আমি।
পথের হদিস :
ঢাকা থেকে বাসে বা ট্রেনে চলে আসুন নারায়ণগঞ্জ। বাস বা ট্রেন স্টেশন থেকে রিক্সা নিয়ে চলে আসুন হাজীগঞ্জ কেল্লা। হাজীগঞ্জ কেল্লা দেখা শেষে খেয়া নৌকায় শীতলক্ষ্যা পার হয়ে আবার রিক্সা নিয়ে চলে যান সোনাকান্দা দূর্গে।
ঢাকা থেকে বাসে চলে আসুন মুন্সীগঞ্জের মুক্তারপুর। মুক্তারপুর থেকে রিক্সা বা অটোরিক্সায় ইদ্রাকপুরের কেল্লা যাওয়া যায়।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১