আপনি যদি তিতাসের গ্যাস ব্যবহার করেন তাহলে আপনি সামান্য কয়েকটি পদক্ষেপ নিলেই ঘরে বসে আপনার তিতাস একাউন্টের যাবতীয় সমস্ত তথ্য এক নিমিশেই কয়েক ক্লিকে দেখে নিতে পারবেন। তাহলে আসুন নিচের ছবির মাধ্যে দেখেনেই কি করে আপনি আপনার তিতাস এ্যকাউন্টের তথ্য ঘরে বসে দেখতে পারবেন।

প্রথমেই আপনাকে তিতাস গ্যাসে সরকারী পেইজে যেতে হবে। সেখানে গ্রাহবেসা ট্যাব থেকে গ্রাহক পোর্টাল-এ ঢুকতে হবে। অনলাইন পোর্টাল ও এসএমএস সেবার জন্য পাতার নিচের দিকে একটি ফর্ম ডাউনলোড করে সেটি ফিলাপ করে তিতাসের অফিসে জমা দিতে হবে। সেখান থেকে আপনার একাউন্ট এ্যাক্টিভ করে দিবে।




এরপর আপনি গ্রাহক পোর্টালে ঢুকে নন মিটার (আবাসিক) গ্রাহক অপশনে ক্লিক করে Registered Customer অংশে আপনার একাউন্ট নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করুন।

আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে প্রবেশ করার পরে আপনি আপনার প্রফাইলের বাম পাশে অনেকগুলি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Customer Profile-এ আপনার তথ্য দেখতে পাবেন।

Transaction অপশনে আপনি আপনার সমস্ত বিলের তথ্য দেখতে পাবেন।

Appliances অপশনে আপনি আপনার লাইন এ্যাক্টিভ করার তারিখ দেখতে পাবেন।

Payment Slip অপশন থেকে চাইলে আপনি বিল জমা দেয়ার রশিদ প্রিন্ট করিয়ে নিতে পারবেন।

Arrear Certificate অপশন থেকে আপনি আপনার বর্তমান বকেয়া বিলের নোটিশ দেখতে পাবেন।

সব শেষে আছে লগ আউট অপশন।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




