
ওগো মম প্রেয়সী প্রণয়িনী
প্রিয়তমা প্রেমাসক্তা প্রিয়া,
আমি কতোই না হতেম প্রীত
হতে তোমার প্রেষবর্ধক,
যবে তুমি পরিধেয় পরিচ্ছদ
করিতে যাও পরিত্যাগ।
যখন মম নয়ন সম্মুখে উন্মুক্ত
তোমার ধবল দৃঢ় পয়োধর বক্ষোজ,
বসন্তময় বিকশিত আরাধ্য
ওযে যথেষ্টই উৎকৃষ্টি।
যত দূরেই থাকিনা কেনো
তুমি জানোতো ভালোই
তোমার ছোট্ট অসিত অরণ্যে
প্রেমময় সফরের স্মৃতি
স্মৃতিতে মম উজ্জ্বলতম।
যত বার যাই সফরে সেথায়
বারংবার হেথায় থাকার
প্রেমময় মুহূর্তটির প্রতীক্ষায় থাকি,
তোমার অসিত কৃষ্ণ অরণ্যে বাস
সেযেন স্বর্গে কাটানো সময় সম।
বিশেষ দ্রষ্টব্য : এই লেখাটি সাধু ও চলিত ভাষার মিশ্রণে দুষিত।
বিশেষ দ্রষ্টব্য : এই লেখটির মূল বিষয় একটি বিখ্যাত চিঠি থেকে নেয়া হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য : এই লেখটিতে ইচ্ছাকৃত ভাবে কিছু অপ্রচলিত শব্দ ব্যহবার করা হয়েছে, যেমন - প্রেষবর্ধক, পয়োধর, বক্ষোজ, অসিত ইত্যাদি।
ছবি সূত্র : অন্তর্জাল।
লেখা শুরু : ১৬ ই জুলাই, ২০২২ ইং শেষ : নভেম্বর, ২০২৩ ইং
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


