এই এক জীবনে তো কত কিছুই দেখলাম।তারপরও মনে হয় যেন কিছুই দেখা হয় নি।কত কিছুই তো শুনলাম।সব কি শোনা হয়েছে?জানতে চেয়েও কি সব জানতে পেরেছি?কত সমস্যা আছে তার কয়টা সমাধান করতে পেরেছি?
এক জীবনে সব কিছু শেষ করা সম্ভব না।তবুও চেষ্টা যে করতেই হবে।তাই তো আমার এ ক্ষুদ্র প্রয়াস।জীবনের সব থেকে বর সুখ তো সেই পায় যে কিনা অন্যকে সুখি করতে পারে।করতে পারি আর নাই পারি চেষ্টা করতে দোষ কোথায়।আর কিছু না পারি একজন দুঃখী মানুষের দুঃখতো শুনতে পারি।এতে যদি সে এতটুকু শান্তি পায় তাতেই আমি খুশি।
নানা কারণে অকারণে আমরা কত কষ্ট পাই।কিছু কষ্ট আছে যা কারও সাথে শেয়ার করা যায় না।অথচ শেয়ার করতে পারলে মনের বোঝা অনেক কমতো।তাই আমি এসেছি আপনার সুখ দুঃখের কথা শুনতে।আপনার যে কোন সমস্যা তা মানসিক হোক আর স্বাস্থগত কোন সমস্যা হোক বা কোন পারিবারিক,সামাজিক কোন সমস্যা হোক আপনি আমার সাথে শেয়ার করতে পারেন।আমি সমাধান করতে পারবো বলছি না তবে আশা করছি আপনি আমি মিলে একটা পথ ঠিকই খুজে পাব।ভয় নেই আমি আপনার পরিচয় ফাস করবো না।বা আপনি আপনার পরিচয় গোপন রেখে আমার সাথে শেয়ার করুন।
আসুন না চেষ্টা করে দেখি জীবনটাকে হাসি খুশিতে ভরিয়ে দিতে পারি কিনা?কি আছেন তো আমার সাথে?
আমাকে মেইল করার ঠিকানা
[email protected] অথবা
[email protected]
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




