কার্ল মার্কস,লেনিন, স্ট্যালিন, ম্যাক্সিম গোর্কি, ফিদেল কাস্ত্রো,চে গুয়েভারা,হো চি মিন,মাও সে তুং সমন্ধে সময় পেলেই অল্প বিস্তর পড়তে চেষ্টা করেছি বা করছি।আমার কাছে মনে হচ্ছে যে, কয়েক হাজার বছর ধরে দেশে দেশে ধর্মের নামে সে সময়ের শাসক শ্রেণীর দ্বারা শ্রমিক শ্রেণী তথা দুর্বলের উপর সবলের যে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল। এই সহামানবরা যে কাজটা করতে পেরেছেন সেটা হল, মিথ্যা ধর্মের নামে চলে আসা মানুষ গুলোকে বুঝাতে সক্ষম হয়েছে যে ধর্ম গুলো মিথ্যা। মানুষদের ধর্মের ভয় দেখিয়ে আসলে আমাদের শোষণ করছে। আমি বলব এসব সাহসী মহা মানবদের জন্ম না হলে ধর্ম ধর্ম করে এখনও মানুষ কয়েক হাজার বছর পিছনে পরে থাকত। ধর্ম থেকে বের হয়ে পৃথিবী আজ এত দূর এগিয়ে আসত না।
কার্ল মার্কস,লেনিন, স্ট্যালিন, ম্যাক্সিম গোর্কি, ফিদেল কাস্ত্রো,চে গুয়েভারা,হো চি মিন,মাও সে তুং

কবে হবে ভোর?
আর কত অন্ধকার গাঢ় হলে ভোর হবে?
আর কত শলাকা পুড়ালে বুকের দহন মিটবে?
আর কত নিকোটিন পূর্ণ হলে এই হৃদয়ে তোমার মৃত্যু হবে?
বিকলাঙ্গ ফুসফুস, তোমার আশায় কেবল দম বাড়ে
আর কত নিরাশ... ...বাকিটুকু পড়ুন
আমি আমার আমিতে আমিময়
করোনাকালীন সময়ে যখন মুখে মাস্ক পড়া লাগত তখন থেকেই এই অদ্ভুত অভ্যাস দেখা দিল।মাস্ক পড়ে রাস্তা দিয়ে হেটে যাই পরিচিত মানুষরা,রিলেটিভরা এমনিকি আমার কাছের একবান্ধবী ও দেখি আমাকে চিনে না।বান্ধবী... ...বাকিটুকু পড়ুন
শাঙন গগনে ঘোর ঘনঘটা || একটা অদ্ভুত ও বিচিত্র সুরের রবীন্দ্রসঙ্গীত || বেশ কিছুদিন পর আবার ফিরে এলাম গানে
শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ।
দমকত... ...বাকিটুকু পড়ুন
কেউ কথা রাখেনি। না, রাখার ক্ষমতা নেই ?
ন হন্যতে বইটি মৈত্রীয় দেবীর যা উনি লিখেছিলেন ফরাসি লেখক মির্চা এলিয়াদের লা নুই বেংগলীর জবাব স্বরুপ।মৈত্রীয় দেবীর দাবি তিনি মির্চার প্রেমে পড়েন নি তিনি প্রেমে... ...বাকিটুকু পড়ুন
আসলেই কি সরকার এবার পারবে?
সরকারী দলের কোন প্রার্থী হারতে চাইবে না। অত:পর যারা হারবে তাদের সবাই যদি বলে নির্বাচন সুষ্ঠ হয় নাই। যারা নির্বাচনে আসে নাই তারা তো বলবেই নির্বাচন সুষ্ঠ হয়... ...বাকিটুকু পড়ুন