প্যালেস্টাইনের জন্য সহানুভূতি হোক সহায়তায়, নয় সহিংসতায়।
আজ প্যালেস্টিনিদের চিৎকারে আকাশ-বাতাস কম্পিত। একদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমা হামলা, অন্যদিকে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অভাবে বিপর্যস্ত লাখো মানুষ ক্ষুধায় কাতর হয়ে পানির জন্যও হাহাকার করছে। এই কঠিন সময়ে, আমাদের দেশের মানুষের অধিকাংশই প্যালেস্টাইনের পক্ষে সমর্থন প্রকাশ করছেযা নিঃসন্দেহে মানবতার পাশে দাঁড়ানোর এক সাহসী বার্তা। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, ‘রোড ফর গাজা’ নামের আন্দোলনের নামে কোথাও কোথাও হরতাল, মিছিল, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। প্রশ্ন হলো এতে প্যালেস্টিনিদের কী উপকার হচ্ছে? বরং এতে আমাদের নিজের দেশের মানুষেরই ক্ষতি হচ্ছে। আমাদের উচিত ছিল এই আন্দোলনকে সহিংসতা থেকে বিরত রেখে, সংগঠিতভাবে অর্থ, ওষুধ, খাবার বা প্রয়োজনীয় ত্রাণ পাঠিয়ে বাস্তব সহযোগিতা করা।মানবতা কখনও লাঠি হাতে আসে না, আসে ভালোবাসা, সহানুভূতি আর সহায়তার হাত ধরে।