আমার একবন্ধু এমএনপি করার পর তার বিকাশ নষ্ট হয়ে গেছে। ৩ মাসের বেশি হয়ে গেছে সমাধান হয়নাই। এটা শুধু বাংলাদেশের মত দেশেই এই সেচ্ছাচারিতা সম্ভব।আমাদের দেশে সাধারণ মানুষ বাঁশ খায় আর এসব প্রতিষ্টানের মালিক
রা হাওয়া লাগায়া ঘুরে। আর অন্যদেশে ঠিক উলটো।
বন্ধুর বিকাশের অভিযোগটি নিচে তুলে ধরা হোল....
"আজ তিনটা মাস আমার বিকাশের ussd কোডই আসেনা। এমএনপি করার পর নষ্ট হয়ে গেছে। কাস্টমার কেয়ারে অনেকবার গেছি। বলছে ঠিক হয়ে যাবে দ্রুত। তাই পেট বাচানোর জন্য ধার করলাম। আমি ছোট চাকুরী করি। আমার ৩০,০০০ টাকা আটকা। আমি ধার করে চলতেছি। কিন্তু দেনা পরিষোধ করতে পারতেছিনা। সেই কবে থেকেই বলতেছে দ্রুত ঠিক হয়ে যাবে। কিন্তু আজ আমার প্রায় পথে বসার উপক্রম হইছে। লজ্জায় পথেও বসতে পারতেছিনা। আমি বললাম দেরি হলে আমার টাকা আমাকে ক্যাশ বুঝিয়ে দেক। তারা বলে এটা সম্ভব না। তাহলে আমি কি করতে পারি? আপনারা শুধু একটাই বানি দেন। শুকনো কথায় আর কতদিন চিড়া ভেজাবেন। আপনাদের পায়ে ধরি আমার একটা ব্যাবস্থা করেন। আমাকে আর অজথা আসার বানি শুনায়েন না। আপনাদের সর্বোচ্চ কর্ম কর্তাকে আমার বিষয়টি জানান। আমার টাকা খুব দরকার। দেনাদারদের চাপে টেনশনে যদি আমার একটা কিছু হয়ে যায় তখন এর দায়ভার সম্পুর্ন আপনাদের নিতে হবে।"
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮