না ভাই আমি কোন সংবাদ পত্রের এডিটর সন্ধান করছি না। আমি টিভি মিডিয়া কিংবা চলচ্চিত্রের এডিটর ভাইদের সন্ধান করছি। আছেন নাকি কেউ এই সাইটে?
আমি একজন প্রফেশনাল ভিজ্যুয়াল এডিটর। বর্তমানে ফ্রিল্যান্সে কাজ করছি। খুব বেশিদিন হয়নি আমি এই পেশায়। তবে যাদের সাথেই কাজ করেছি তারা সবাই আমাকে বেশ পছন্দ করেছেন। এরই মধ্যে আমি বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের এডিট করেছি। তার মধ্যে বাংলা ভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক স্বপ্নচুড়া, তরিক আলী হাডারী এবং মন্দ ভালো সাদা কালো উল্ল্যেখ যোগ্য।
বর্তমানে আমি চলচ্চিত্রে কাজ করতে চাচ্ছি । তবে এর জন্য সিনিয়রদের সাহায্য প্রয়োজন। ভাবছি এই সাইটে যোদি কোন ভাইজান থাকেন তবে তার সাথে ভাব করতে দোষ নেই। যোদি কোন প্রকার সাহায্য পাওয়া যায়।
আমি ভাই এভিড, ফাইনাল কাট প্রো, ইডিয়াস এবং প্রিমিয়ারে কাজ করছি। তবে এর মধ্যে বেশ কিছু গলদ রয়েছে। যা আমি ধীর ধীরে কাটিয়ে উঠতে পারবো বলো আশা করছি। তবুও কোন ভাইজান যোদি একটু.......
যোদি কেউ থাকেন এই লাইনের তবে একটু আওয়াজ দিয়েন।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



