ভাইজানেরা যারা এখনো জানেন না সাইটটক সম্পর্কে তাদের জন্য এই লেখা ।
কিছুদিন আগে আমার এক বন্ধু এসে বললো, "দোস্ত টাকা কামানোর রাস্তা পাইছি ।"
আমি তখন জানতে চাইলাম , কি রাস্তা ?
ও বললো সাইট টকের কথা । বললো কিভাবে আয় করা সম্ভব ............. এক পর্যায়ে বললো এইটা MLM system এ কাজ করে । MLM system এর কথা শুনেই আমি এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেই । কারন MLM system সম্পর্কে আমি কোন সু ধারনা পোষন করি না । তখন ঐ বন্ধুর সাথে কথা বলে আমি ঐ বন্ধুকে নিরুৎসাহিত করি এবং সাইট টক থেকে বিরত থাকি ।
এর পর আমার এলাকার আরেক বড় ভাই এই সম্পর্কে আমাকে বলেন যোগ দেবার জন্য । আমি জানতাম তিনি অনেক আগে থেকেই অনলানইনে আয় করেন । তিনি যখন ব্যাপারটা আমাকে বলেন তখন আমি ব্যাপারটে সিরিয়াসলি নিই । তখন তিনি বলেন এই পর্যন্ত তিনি সাইট টক থেকে ৯০ হাজারের বেশি টাকা হাতে পেয়েছেন । এবং তিনি আমাকে তার মাষ্টার কার্ড দেখান যা ন্যুনতম ১৪৯ ইউরো আয় না করলে পাওয়া যায় না। সাইট টক কেন দিতেছে তাও তিনি ব্যাখ্যা করলেন । তিনি আরও বললেন , আমি যদি সাইট টক এর কাজে ভালো performance show করতে পারি তাহলে তিনি আরও বেশি কাজ দেবেন।
আপনারা কেও যদি আয় করতে চান এবং আমার দলে যোগ দিতে চান তাহলে - এই লিংকে থেকে সাইনআপ করতে পারেন ।
এ কাজের জন্য আপনাকে যা করতে হবে তা ক্রমানুসারে নিচে দেখানোর চেষ্টা করলাম ,
১। আমার দেয়া লিংক থেকে আপনার মেইন একাউন্ট রেজিস্ট্রেশন করুন।
২। এর পর আপনি আপনার তৈরীকৃত একাউন্টের রেফারেল লিংক থেকে সরাসরি সর্বোচ্চ ১০০০ একাউন্ট তৈরী করতে পারবেন ।
৩। আপনার তৈরীকৃত এ্যাকাউন্ট গুলোতে অবশ্যই একটি প্রোফাইল পিকচার থাকতে হবে এবং প্রোফাইল ইনফরমেশন ন্যুনতম ৫১% থাকতে হবে।
৪। আপনার তৈরীকৃত এ্যাকাউন্টগুলো সপ্তাহে অন্ততপক্ষে ২ দিন লগইন করতে হবে ।
৫। আপনি প্রতি সপ্তাহের শনিবার টাকা পাবেন । এরা ইউরোতে পে করে।
৬। আপনার মুল এ্যাকাউন্টের ইনফরমেশন দিবেন আপনার ন্যাশনাল কার্ডের ইনফরমেশন মোতাবেক ।
টাকা পাওয়া নিশ্চিত করতে চাইলে আরো কিছু খুটিনাটি বিষয় জানতে হবে ।
আপনি আমাকে আপনার ইয়াহুতে এ্যাড করতে পারেন । [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


