somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ মঈনুল রোডের সেই বাড়িতে কিছুক্ষণ

১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





রহমান মাসুদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি

ঢাকা: বোববার দুপুর দেড়টায় আইএসপিআরের সংবাদ সম্মেলন ডাকে আইএসপিআর। সেখানে আগের দিন খালেদা জিয়ার করা অভিযোগগুলো অস্বীকার করা হলো। সাংবাদিকদের বলা হলো, ‘মাননীয় বিরোধীদলীয় নেত্রীর করা সব অভিযোগ অসত্য ও বানোয়াট।’

সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হলো, ‘যদি তাই হয় তাহলে মিডিয়াকর্মীদের কেন শহীদ মঈনুল রোডের বাড়িতে নেওয়া হচ্ছে না। সেখানে গেলেই তো জানা যায় আসল ঘটনা কী?’

আইএসপিআরের পরিচালক শাহীনুল ইসলাম জানালেন, ‘শিগগিরই তা করা হবে।’

সেখানে বসেই শুরু হলো সেনানিবাসের উচ্চ পর্যায়ে যোগাযোগ। আকারে ইঙ্গিতে জানানো হলো, আজই সাংবাদিকদের নেওয়া হবে ৬ মঈনুল রোডের বাড়িতে। এরপরই সাংবাদিকেদের অপেক্ষা করার পালা শহীদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেটে। বেলা সাড়ে তিনটায় ৩০ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদলকে নিয়ে যাওয়া হয় মইনুল রোডের বাড়ির সামনে।

এবার বাড়ির মূল দরজায় অপেক্ষা। স্টেশন সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেল (অব.) ওয়ালিউল্লাহ সাংবাদিকদের রেখে প্রথমে প্রবেশ করেন ১৬৮ কাঠা আয়তনের আলিশান বাড়িটিতে। ১৫ মিনিট পর তিনি ফিরে এসে বললেন, বাড়িতে প্রবেশের সময় সবার ক্যামেরা বন্ধ রাখতে হবে এবং দায়িত্বরত সেনা কর্মকর্তাদের ছবি তোলা যাবে না।

এরপর তিনি আবারও প্রবেশ করলেন বাড়ির ভেতর। আবারো ১০ মিনিট সাংবাদিকদের অপেক্ষা।

এবার তিনি এসে জানান, টেলিভিশনকর্মীদের সবার আগে প্রবেশ করানো হবে। হলোও তাই। কিন্তু দায়িত্বরত মেজর সাঈদ কিছুক্ষণ পর সবাইকে বাড়ির ভেতর ডেকে নিয়ে যান।

বাড়ির মূল দরজা পার হওয়ার পর কিছুটা গেলেই হাতের ডান পাশে ঘাসের লনের পাশে এল আকৃতির গ্যারেজ। সেখানে রাখা আছে জিয়া পরিবারের ব্যবহৃত সাতটি মূল্যবান গাড়ি। যার নম্বরগুলো হলো ঢাকা মেট্রো ঘ-০২-০৯৩৯, ঢাকা মেট্রো চ-১৩- ৩০০২, ঢাকা মেট্রো-ঘ-১১-২৬০০, ঢাকা মেট্রো-গ-১১-২৬০০, ঢাকা মেট্রো-ক-০৩-৯৫৮৫ ও ঢাকা মেট্রো-চ-৫১-৬৭১৫।

বাড়িতে এখন জিয়া পরিবারের কেউ নেই। কিন্তু আছে কড়াকড়ি নিরাপত্তা। সাংবাদিকদের বাড়িতে প্রবেশ করানোর আগে আইএসপিআর’র উপ-পরিচালক ওবায়েদ সাংবাদিকদের অনুরোধ করে বলেন, ‘এটা সাবেক সেনাপ্রধান, রাষ্ট্রপতি, তিনবারের প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেত্রীর সাবেক বাসভবন। তাই বাড়িতে প্রবেশের পর এমন কিছু করা যাবে না যাতে তাদের অবমাননা হয়।’

এরপর বাড়ির নীচতলার প্রতিটি ঘর সাংবাদিকদের ঘুরে ঘুরে দেখান মেজর সাঈদ ও অন্য সেনা কর্মকর্তারা। আগের দিন বিরোধীদলীয় নেত্রী এ দরজার নেট ও গ্রিল কেটে প্রবেশের কথা বলেছিলেন। তবে এমন কোনো চিহ্ন চোখে পড়েনি।

ভবনে প্রবেশের পর বাম পাশে সাবেক প্রধানমন্ত্রীর ড্রইং রুম আর ডান পাশে ডাইনিং। ড্রয়িং রুমের সামনে দুইটি ডাবল সিটের সোফার সঙ্গে ছয়টি সিঙ্গেল সিটের সোফা। অন্য পাশে বিশাল সাইজের সেন্টার টেবিল এবং ডায়নিং রুমে ১০ চেয়ারের টেবিল।

এরপর আর একটি বসার ঘরও দামী আসবাবে সাজানো। প্রায় প্রত্যেক ঘরেই রয়েছে নানা আকারের কাগজের কার্টনে প্যাক করা এবং নম্বর দেওয়া প্যাকেট।

এরপর বাম দিকে মোড় নিয়ে এগোলে আর একটি বড় আকারের বসার ঘর। এটাও মূল্যবান বিদেশি আসবাব-শোভিত। এ ঘরের সঙ্গেই খালেদা জিয়ার শয়নকক্ষ। ঘরের দরজার চৌকাঠে শাবল জাতীয় কিছু দিয়ে আঘাতের (ভাঙ্গার) স্পষ্ট চিহ্ন। মনে হলো, কয়েকটি স্থানে সাদা রঙের আস্তর বুলোলেও দুইটি আঘাতের চিহ্ন সুস্পষ্ট।

বেগম জিয়ার ঘরের পুরু বাদামী কার্পেটের রঙের সঙ্গে মিলিয়ে খাটের, সোফার, দরজা-জানালার পর্দা, এমনকি সকল আসবাবের রঙ। বাথরুমে রাখা আছে ছোট ফ্রিজ। যাতে সাজানো আছে জুস, বিস্কিট, চকলেটসহ কয়েক প্রকার দামী খাবার ও পানীয়।

ফ্রেশরুমে ছোট এক বইয়ের তাক। যা নানা ধরনের দেশি-বিদেশি ম্যাগাজিন, বইয়ে ঠাসা। এর মধ্যে একটি আছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বর্ষকন্যা’। আছে স্টিম বাথ, শাওয়ার ও দামী বাথটাব।

বেগম জিয়ার শোয়ার ঘরেও আছে নানা ধরনের পত্র-পত্রিকা ও বই। আছে আলাদা স্টাডি রুমও।

এ বাড়ির অন্য ঘরগুলো দোতলায়। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বাড়ি ছাড়ার আগে দোতলা সম্পূর্ণ তালাবদ্ধ করে গেছেন বলে বাংলানিউজকে জানান সেনা কর্মকর্তা সানজিদা।

বাড়ির ভেতরে কোথাও নেই এ বাড়ির স্টাফদের থাকার স্থান। অথচ খালেদা জিয়া আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, স্টাফরা এ বাড়িতেই স্থায়ীভাবে থাকতেন।

বেডরুমের বারান্দায় ঝুলছিলো শুকাতে দেওয়া শাড়িসহ অন্যান্য কাপড়।

বাগানের দোলনার নিচে জন্মেছে ঘাস। পচন ধরেছে বসার কাঠের আসনটিতে। বাগানের এক পাশে অনেকগুলো অনাদৃত টব। দেখেই বোঝা যায়, এগুলোতে যতœ বোলানো হয়নি অনেকদিন। এর গাছগুলোও যেনো মৃত প্রায়। পড়ে আছে অব্যবহৃত দুইটি বাথটাবও।

এক সময় সদা প্রাণচঞ্চল এ বাড়িটিতে এখন সুনসান নীরবতা। জিয়া পরিবারের ৪০ বছরের ইতিবৃত্ত যে বাড়িটির প্রতিটি ইটের সঙ্গে ওৎপ্রোত, সে ইতিবৃত্তের আপাত যবনিকা ঘটে গেছে শনিবার নানা নাটকীয়তায়। বাংলাদেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ৬ শহীদ মঈনুল রোডের এ বাড়িটি একদিনের ব্যবধানে আজ জিয়া পরিবারের কাছে হয়ে গেছে কেবলই স্মৃতি।

বাংলাদেশ সময় ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

মেহেদীর পরিবার সংক্রান্ত আপডেট

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:৪৯


মার্চ মাস থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। ক'দিন আগেও খুলনায় যাওয়ার ইচ্ছের কথা জানিয়েও আমার বিগত লিখায় কিছু তথ্য চেয়েছিলাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মেহেদীর পরিবারকে দেখতে আমার খুলনা যাওয়া হয়ে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

×