মানুষতো প্রেমিক হয়, আমি তোমার ভক্ত-মুরিদ আছিলাম!
ইবাদতের চেয়েও নিবিষ্ট মনে চাইছিলাম তোমারে!
কিন্তু পাইনাই।
অথচ কেউ একজন সাধনা ছাড়াই পাইয়া গেল।
আমিতো কেবল তোমারে হারাইলাম কিন্তু তুমি যা হারাইছো, তার ফর্দ করলে ছাড়াইয়া যাইবে মার্সেল প্রুস্তের ইন সার্চ অব লস্ট টাইমকেও!
মানুষতো প্রেমিক হয়, আমি তোমার ভক্ত-মুরিদ আছিলাম!
তোমাতে মুগ্ধ হইয়া রোজ পৃষ্ঠার পর পৃষ্ঠা উপাখ্যান লিখতাম।
যেইখানে একজন অপ্সরীর বর্ণনা থাকতো, হরফে হরফে মায়া থাকতো
সেই আবেগরে তাচ্ছিল্য কইরা কাটখোট্টা জীবন বাইছা নিলা!
মেঠোপথে দাঁড়াইয়া তোমার লগে গল্প জুড়তাম, নদীর ঢেউ গুণতাম
আর তুমিও ভুবনভোলানো হাসি দিয়া বলতা এ জীবনটাইতো চাই!
শিরীষ গাছে বইসা থাকা কাঠশালিক তখন শব্দ কইরা হাসতো!
আমি ভাবতাম এইটা আনন্দনৃত্য, বিদ্রূপটাও বুঝি নাই!
মাঝরাত্রিরে হাহাকার লাগতো, এক একটা রাত্রিরে মনে হইতো শতাব্দিকালের মতো দীর্ঘ!
এরপর তোমার চাঁদমুখটার দেখা পাইলে ক্লিওপেট্রারেও বিদঘুটে লাগতো, নেফারতিতিরে মনে হইতো কালো যাদুর অবয়ব।
জিন্দেগিডারে ফিলিমের চরিত্র বানাইলা, ভালোবাসায় না মইজা হইলা ভিলেন।
আমিতো সব পাইয়া কেবল তোমারে হারাইছি, তুমি সব হারাইয়া উদ্বাস্তু জীবন পাইছো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


