প্রথম আলো পত্রিকাটি তার অল্প জ্ঞান ও অধিক রুচিবোধ দিয়া মধ্যবিত্ত নাগরিক সমাজের বারোটা বাজাইয়া আসতেছে, অনেক দিন হইল। এখন যখন তারা ব্লগে নামছে ধারণা করা যায় সেই অল্প জ্ঞান (জ্ঞানীদের মত করে তথ্যের বিতরণ) ও অধিক রুচিবোধ বহাল রাখবে। তাতে দুই তিনটা কাণ্ড ঘটবে আশঙ্কা করি।
১. সামহোয়ার ইন ব্লগ পরিশীলনের মাত্রা বাড়াইয়া সচলায়তনে পরিণত হবে।
২. সচলায়তন লেখকদের সূতিকাগার বা লেখা জমিয়ে রাখার লাইব্ররিতে পরিণত হবে।
৩. ব্লগ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে তদবির করার মারফতে পিআলো বন্ধুসভা উপযোগী ব্লগীয় কানুন প্রতিষ্ঠা করবে। যার জের টানতে হবে সকলের।
আর কী কী ঘটতে পারে আপনারা জানান।