somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাঁচতে হলে জানতে হবে

০৮ ই জুন, ২০২১ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

১৯৬১ সালঃ
# মুসলিম পারিবারিক আইন পাস হয়।
# বি.আর.টি.সি প্রতিষ্ঠিত হয়।
# ঢাকায় ৫ লক্ষ মুসলমান,৪০হাজার হিন্দু এবং ৩০০০ জন অন্যান্য ধর্মাবলম্বী ছিল।
# ঢাকায় ছায়ানট(সাংস্কৃতিক সংগঠন)প্রতিষ্ঠিত হয়।
# ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয় জাতীয় উদ্ভিদ উদ্যান।

১৯৬২ সালঃ
# রেশম গবেষনা ও প্রশিক্ষন ইনষ্টিউট প্রতিষ্ঠিত হয়।
# জাতীয় সংসদ ভবনের ভিওি স্থাপন করা হয়।

১৯৬৩ সালঃ
# ময়ূর কে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষনা করা হয়।
# ঢাকা ওয়াসা প্রতিষ্ঠিত হয়।

১৯৬৪ সালঃ
# ঢাকায় ফামের্সী শিক্ষা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
# নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারা দন্ড দেয়া হয়।
# ঢাকায় প্রথম কমপিউটার ব্যবহার করা হয়।(পরমানু শক্তি কেন্দ্রে)

১৯৬৫ সালঃ
# ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত 'বঙ্গ বাজার' এলাকাটি নানা ধরনের খুচরা পন্যের হকার ও ছোট দোকানদারদের ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে উঠে।
# পাক-ভারত যুদ্ধ শুরু হয়।(সেপ্টেম্বর)
# ছায়ানটের উদ্যোগে রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান 'এসো হে বৈশাখ এসো এসো' এর মাধ্যমে বাংলা নতুন বছরকে বরন করা হয়।

১৯৬৬ সালঃ
# আবুল ফজল আদমজী পুরস্কার পান।
# শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষনা করেন।(৫,ফ্রেরুয়ারী)
# এশিয়া কাপ ফুটবল শুরু হয়।
# টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।

১৯৬৭ সালঃ
# দক্ষিন আফ্রিকার কেপ্টাউনে প্রথম হৎপিন্ড সংযোজন করা হয়।
# চাঁদের বুকে মানুষের পা বাড়ে।(২১ জুলাই)

১৯৬৮ সালঃ
# সত্যেন সেন 'বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী' প্রতিষ্ঠিত করেন।

১৯৬৯ সালঃ
# ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয়।
# অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
# প্রথম কৃএিম ভাবে এনজাইম তৈরী করা হয়।

১৯৭০ সালঃ
# বাংলাদেশে ধান গবেষনা ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
# সাধারন নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃ্ত্বে আওয়ামীলীগ বিপুল বিজয় অর্জন করে।

১৯৭১ সালঃ
# ২৫ শে মার্চ বৃহস্পতিবার ভয়ঙ্কর কালরাএি নামে খ্যাত।২৬ মার্চ থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ যা নয় মাস ধরে চলে।
শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষনা করা হয়।
# ডিসেম্বর মাস থেকে বর্তমান বাংলাদেশের ইতিহাস শুরু হয়।
# বাংলাদেশের পতাকা প্রথম উওোলন করা হয়।(২,মার্চ)
# বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।(১৬,ডিসেম্বর)
# সাহিত্যিক তারাশঙ্কর মারা যান।

১৯৭২ সালঃ
# বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে।(১৮,এপ্রিল)
# বাংলাদেশ বিমান সংস্থা গঠিত হয়।
# বাংলাদেশে 'ডিস এন্টিনা' ব্যাবহার চালু হয়।(২৭,এপ্রিল)

১৯৭৩ সালঃ
# ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে 'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি তৈরীর কাজ শুরু হয়।
# বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়।(৭,মার্চ)

১৯৭৪ সালঃ
# বাংলাদেশে জাতীয় রোয়িং ফেডারেশন গঠিত হয়।
# মার্কিন মহাশূন্য মেরিনার-১০ সর্বপ্রথম কাছ থেকে বুধের ছবি তুলে পাঠায়।
# বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয়।

১৯৭৫ সালঃ
# আমেরিকান শিল্পী Adam Darius ইঞ্জিনিয়ার্স ইসষ্টিটিউটে প্রথম মূকাভিনয় প্রদর্শন করেন।
# সুয়েজ খাল জাহাজ চলাচলের জন্য আবার খোলা হয়।
# ইসলামিক ফাইন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
# প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়।(ইংল্যান্ড)
# লেবানন এ গৃহযুদ্ধ শুরু হয়।
# রামপুরা টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়।
# চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।(৩১,আগষ্ট)

১৯৭৬ সালঃ
# কবি জসিমউদ্দিন একুশে পদক পান।
# বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয়।
# প্রথম গ্যাস পরিষদ ঘোষনা করা হয়।
# কাজী নজরুল ইসলাম মারা যান।
# চীনে ভূমিকম্পে প্রায় ৭ লক্ষ লোক নিহত হয়েছিল।

১৯৭৭ সালঃ
# বাংলাদেশ কে গুটি বসন্ত মুক্ত দেশ হিসেবে সরকারী ভাবে ঘোষনা করা হয়।
# ঢাকা থিয়েটার সেলিম আল- দীন রচিত 'চর কাঁকড়া'র ডকুমেন্টারী নামে প্রথম পথ নাটক ঢাকায় প্রদর্শন করে।

১৯৭৮ সালঃ
# বাংলা একাডেমী প্রাঙ্গনে বইমেলা শুরু হয়।
# বিশ্বে প্রথম টেষ্ট টিউব বেবীর জন্ম হয়।
# পল্লী বিদুৎতায়ন বোর্ড (আর.ই.বি)প্রতিষ্ঠিত হয়।
# বিশ্ব সাহিত্য কেন্দ্রের সূচনা হয়।(১৭,ডিসেম্বর)
# জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়বাদী দল প্রতিষ্ঠা করেন।(১ সেপ্টেম্বর)

১৯৭৯ সালঃ
# শিশু পার্ক আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।
# মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান।

১৯৮০ সালঃ
# ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয়।
# বাংলাদেশে রঙিন টিভি চালু হয়।(১,ডিসেম্বর)
# কুর্মি টোলা (জিয়া)আন্তজার্তিক বিমান বন্দর চালু হয়।
# রেকর্ডের জায়গায় দখল করে নেয় ডিকস্ ।
# ব্যাপকভাবে প্লাষ্টিকের এবং ষ্টিল এর আসবাবপএ তৈরি শুরু হয়।
# সি.এন.এন মার্কিন যুক্তরাষ্টের বেসকারী টেলিভিশন সম্পচার শুরু করে।
# প্রথম এশীয় কাবাডি চাম্পিয়নশিপের আয়োজন করা হয়।



সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২১ রাত ১২:২১
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবুজের মাঝে বড় হলেন, বাচ্চার জন্যে সবুজ রাখবেন না?

লিখেছেন অপলক , ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:১৮

যাদের বয়স ৩০এর বেশি, তারা যতনা সবুজ গাছপালা দেখেছে শৈশবে, তার ৫ বছরের কম বয়সী শিশুও ১০% সবুজ দেখেনা। এটা বাংলাদেশের বর্তমান অবস্থা।



নব্বয়ের দশকে দেশের বনভূমি ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

আইডেন্টিটি ক্রাইসিসে লীগ আইডেন্টিটি ক্রাইসিসে জামাত

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬


বাংলাদেশে রাজনৈতিক ছদ্মবেশের প্রথম কারিগর জামাত-শিবির। নিরাপত্তার অজুহাতে উনারা এটি করে থাকেন। আইনী কোন বাঁধা নেই এতে,তবে নৈতিক ব্যাপারটা তো অবশ্যই থাকে, রাজনৈতিক সংহিতার কারণেই এটি বেশি হয়ে থাকে। বাংলাদেশে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালির আরব হওয়ার প্রাণান্ত চেষ্টা!

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



কিছুদিন আগে এক হুজুরকে বলতে শুনলাম ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে নাকি তারা আমূল বদলে ফেলবেন। প্রধানমন্ত্রী হতে হলে সূরা ফাতেহার তরজমা করতে জানতে হবে,থানার ওসি হতে হলে জানতে হবে... ...বাকিটুকু পড়ুন

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

লিখেছেন নতুন নকিব, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৩

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

চা বাগানের ছবি কৃতজ্ঞতা: http://www.peakpx.com এর প্রতি।

আমাদের সময় একাডেমিক পড়াশোনার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। চয়নিকা বইয়ের গল্পগুলো বেশ আনন্দদায়ক ছিল। যেমন, চাষীর... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×