Khonz.com আয় করার এক নতুন সুযোগ নিয়ে এসেছে। আপনি সহজেই ঘরে বসে আয় করতে পারেন আপনার ইন্টারনেট ব্যবহার করে।
আয় করার জন্য আপনাকে Khonz.com এর হয়ে marketing করতে হবে। আমরা আপনাকে একটা লিঙ্ক দিব (http://www.khonz.com/et.aspx?id=211) এখানে ২১১ হল আপনার ID। যতজন আপনার এই লিঙ্কে ক্লিক করবে আপনি প্রতিটা ক্লিকের জন্য ০.৫০ টাকা করে পাবেন। আপনার কাজ হলো এই লিঙ্ককে সকলের কাছে ছড়িয়ে দেওয়া। যত বেশিজনের কাছে আপনি এই লিঙ্ক পাঠাতে পারবেন তত বেশি আপনি আয় করতে পারবেন। কতজন আপনার লিঙ্ক ভিজিট করেছে জানার জন্য [email protected] আপনাকে মেইল করতে হবে।
কিছু কথাঃ
• একই জন বার বার একই লিঙ্কে ক্লিক করলে কোন বারতি আয় হবে না।
• বাঙ্গালী ব্যাতিত অন্য কাউকে এই লিঙ্কে ভিজিট করতে বলা যাবে না।
• সাইটির সঠিক তথ্য তুলে ধরে ভিজিট করতে বলতে হবে। কোন রকমের ভুল তথ্য দিয়ে মানুষকে প্রলোভিত করা যাবে না।
কিভাবে টাকা আপনার কাছে পৌঁছবেঃ
আমরা দুই ভাবে টাকা পাঠাবার ব্যবস্থা করেছি
• Paypal
• Western Union
যদি আপনার টাকার পরিমান 10 dollar এর বেশি হয় তখন অপনার রিকোয়েষ্ট পেলে আমরা paypal এ আপনার টাকাটা জমা করে দিব। এখানে টাকা পাঠানো বাবত কোন বারতি টাকা কাটা হবে না।
আর western Union আর ক্ষেত্রে অপনার রিকোয়েষ্ট পেলে টাকা পাঠান হবে কিন্ত Western Union এর চার্জটা কেটে রাখা হবে।
আপনার আইডিঃ
আপনার আইডির জন্য আপনার নাম, ঠিকানা, মোবাইল নং, পেশা লিখে [email protected] এ পাঠিয়ে দিন। ২৪ ঘন্টার ভিতর আপনি আপনার আইডি পেয়ে যাবেন। ভুলেও অন্যের আইডি দিয়ে কাজ করবেন না।
আরো কিছু জানার থাকলে মেইল করুন [email protected] এ।
[নোটঃ আমাদের নিয়মের বহির্ভূত কিছু করা হলে যেকোন মূহুর্তে আমরা আপনার আইডি বন্ধ করার অধিকার রাখি এবং কতজন ভিজিট করেছে এই হিসাবের ক্ষেত্রে আমাদের কথাই চুড়ান্ত বিবেচনা করা হবে। যেকোন সময় আমারা আমাদের এই সার্ভিস বন্ধ করার ক্ষমতা রাখি]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




