somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

জাতীয় শিশু দিবস ও বর্তমান শিশুর হাল-হকিকত

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও তার শৈশবকে স্মরণীয় রাখার উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১৭ মার্চ থেকে জাতীয় পর্যায়ে উদযাপন হয়ে থাকে জাতীয় শিশু দিবস । এ দিনে সরকারি ছুটি থাকে । অবশ্য ২০০১ সালে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর পর তৎকালীন নির্বাচিত সরকার শিশু দিবস পালন এবং সরকারী ছুটি বাতিল করে । পরবর্তীতে নবম জাতীয় সংসদে আওয়ামীলীগ পুণরায় নির্বাচিত হয়ে আবারও প্রতিবছর জাতীয় পর্যায় বৃহৎ আয়োজনের মাধ্যমেই এ দিবসকে পালন করে
আসছে । যাকে উৎসর্গ করে আজকের আয়োজন সেই প্রিয় মানুষটি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছোট্ট খোকা নাম ধারণ করে জন্মগ্রহন করেন । পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও রক্তের বিনিময়ে তিনি বাংলাদেশের নবজন্মে অগ্রণী ভূমিকা পালন করেন । তাই আজ তার স্মরণেই পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস । সরকারি ও বেসরকারিভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ দেশব্যাপী পালিত হচ্ছে শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম বার্ষিকী ।
…….
আজকের দিবসটি মূলত বঙ্গবন্ধুর শিশুকালকে স্মরণের উদ্দেশ্যে উদযাপিত হলেও এ দিবসের সাথে জড়িয়ে আছে এদেশের প্রত্যেকটি শিশুর হাসি-কান্না, সুখ-দুঃখ । শিশুদের সম্পর্কে সুকান্ত ভট্টাচার্য তার ‘আগামী’ শিরোনামের কবিতায় যথার্থই বলেছেন, ‘জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ/আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ ।’ কবি আকরাম হোসেন বলেছেন, ‘ফুটন্ত কলির মতো শিশু মনোরম, তার চেয়ে বেশি কিছু আছে কি সুন্দর ?’ আমরা প্রত্যেকেই জানি এবং বিশ্বাস করি, শিশুমন পবিত্রতার প্রতীক । যারা শিশুদেরকে ভালোবাসতে জানে না তাদের মধ্যে মানবিকতার অনেক ঘাটতি রয়েছে । উইলিয়াম ক্যান্টমি শিশুদের পবিত্রতা ঘোষণা করতে গিয়ে বলেছেন, ‘ছোট মণিদের প্রশংসায় আমি বলব, ঈশ্বর প্রথম সৃষ্টি করেছিলেন পুরুষকে, তারপর খুঁজে পেয়েছিলেন একটা প্রকৃষ্টতর পন্থা নারীর জন্যে কিন্তু তার তৃতীয় পন্থাটি ছিল সর্বোত্তম । সকল সৃষ্টির মধ্যে সবচেয় সুন্দর এবং দেবোপম হচ্ছে শিশুরা ।’ কবি রমণীমোহন ঘোষ তার দেবশিশু কবিতায় শিশুদের সম্পর্কে বলেছেন, ‘ফুলের মতন মুখখানি ভরা নির্মল হাস, পাখির কাকলিসম সুমধুর কন্ঠে অস্ফুট ভাষ ।’ শিশুদের যারা ভালোবাসে তাদের মধ্যে একটি সুপ্ত শিশুমনের উপস্থিতি রয়েছে । বিশ্বের প্রতিটি প্রতিষ্ঠিত ধর্মেও শিশুদেরকে ভালোবাসা ও স্নেহ দানের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে । ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মদ (সা.) শিশুদের প্রতি তার অনুপম ভালোবাসার স্বাক্ষর রেখেছেন ।
…..
আজকের এই শিশু দিবসে দাড়িয়ে শিশুদের ভালোবাসার কথা বলতে ভয় হয় । আজ যদি শিশুরা কৈফিয়ত চায়, তাদেরকে আমরা কতটা ভালোবাসি ? তাহলে তার উত্তরে কি বলতে পারবো ? গত বছরের জাতীয় শিশু দিবসের পর থেকে এ বছরের এই শিশুদিবস পর্যন্ত যতগুলো শিশুকে হত্যা ও নির্যাতন করা হয়েছে এত অধিক সংখ্যক শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার ঘটেনি । সেই রাজন, রাকিব, রবিউল, রাজাদের থেকে শুরু করে মায়ের হাতে শিশুখুনের মত ঘটনা ঘটেছে প্রায়ই । চুরির অপবাদে, কাজ না করার অপরাধে, মোবাইল চুরির অপবাদে, মাছ চুরির অপবাদে, গোষ্ঠীগত শত্রুতার সূত্র ধরে শিশু হত্যার মিছিল যাচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে আর ক্রমশ সে মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে । ক্রিকেটারের বাসার কাজের মেয়েটিকে অবর্ণনীয় নির্যাতনের গল্প আমরা শুনেছি, বিচারকের বাসা থেকে উদ্ধার করা হয়েছে নির্যাতিত-রক্তাক্ত শিশু । শিশুর বস্তাবন্দী লাশের খবর তো এখন গণমাধ্যমের নিত্যদিনকার যাত্রা শুরুর প্রধান খবর । শিশুর ভবিষ্যত অন্ধকার ভেবে গর্ভধারীণি মা তার সন্তানকে হত্যা করে ফেলছে । পরকীয়ার বলি হচ্ছে শিশুরা । অবৈধ রক্তের অনুরণনের ফলশ্রুতিতে সে শিশুর আগমন ঘটছে সে শিশুর দায়িত্ব নিতে ধর্ম, রাষ্ট্র, পরিবার, সমাজ ও ব্যক্তি নারাজ । তারপরেও পরিচয়হীন পথ শিশুর লাইনটা ক্রমশ লম্বা হচ্ছে । শিশুদেরকে ব্যবহার করা হচ্ছে মাদকদ্রব্য পাচারের কাজে । ভ্রষ্ট রাজনীতিতেও শিশুদের দিয়ে নানা কায়েমী স্বার্থ উদ্ধারের খবর মিডিয়ায় আসছে । ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িয়ে রাখা হয়েছে লক্ষাধিক শিশুকে । শিশুদেরকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে । এক শ্রেণীর মানবরূপী কুলাঙ্গার শিশুদের ওপর বলৎকার করছে । শিশু ধর্ষণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে । শিক্ষার নামে শিশুদের কাঁধে চড়িয়ে দেয়া হচ্ছে রাজ্যের বই । সে সব বইয়ের অধিকাংশের জ্ঞান কিংবা ওজন-কোনটাই বহন করার ক্ষমতা শিশুদের নাই; তারপরেও দেয়া হচ্ছে । সব মিলিয়ে ভালো নাই আমাদের শিশুরা । আমরা তাদেরকে ভালো থাকতে দিচ্ছি না ।
…….
আজকের জাতীয় শিশু দিবস পালনকে আমি স্বার্থক শিশু দিবস হিসেবে মেনে নিতে পারছি না বলে দুঃখিত । যে রাষ্ট্রের অজস্র-অসংখ্য শিশুকে হত্যা করা হচ্ছে, নির্যাতনের মাধ্যমে তাদেরকে শারীরীক ও মানসিকভাবে পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়া হচ্ছে, সে রাষ্ট্রে ঘটা করে এমন শিশু দিবস পালনের তাৎপর্য কোথায় ? তবুও বলব, আজ আবারও নতুন করে শপথ নেয়া হোক, আমাদের শিশুদেরকে আমরা নিরাপদে রাখবো এবং আনন্দ দেব । সুকান্ত যেমন তার শিশুতোষ ‘ছাড়পত্র’ কবিতায় ঘোষণা করেছিল, ‘এ-শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি-নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ।’—সুকান্তের অনুরূপ অঙ্গীকার যেন আমরাও করি এ দেশের প্রতিটি শিশুর সাথে, নিজের সাথে ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×