আমি গেরামের পোলা। দশ কেলাস পাস। মুখ্য সুখ্য মানুষ।
বুল অইলে ক্ষমা কইরা দিয়েন। আমার লেহা আবাল, বলদ, আঁতেল আর রাজাকার ও তাগো ছানা পোনাগোর পড়তে মানা.....
সবতেরে সেলাম জানাই।
আ-স-সা-লা-মু-আ-লা-ই-কু-ম !!!...
আমার কতা : বিষয় শাশ্বত ফান্ড
কাইলকা থেইক্কাই বলগ গরম। আইজকা আরো গরম। কাইলকা দীপু বাই আ আ মামুন সাবেরে একচোট লইছে....
মামুন সাবের সমস্যা অইছে- হেয় লেখনের আগে কিছু চিন্তা বাবনা করে না।
আইজকা উজ্জ্বল আর নাঈম ২ ডা লেখা লেকছে। এই ২ ডা লেখা আগুনের মইদ্যে ঘি !
এর মইদ্যে কৌশিক ভাই তার লেখায় আবার অনুরোদ করছে-যাতে ববিষ্যতে সামহয়ার কর্তৃপক্ষ কোন মানবিক আবেদন মার্কা লেখারে গুরুত্ত না দেয়.....
নেমেসিস, সু-সান্ত, কাল পুরুষ, দীপু, ক্যামেরাম্যান, মিলটন বাইসহ হেগোর লগে আমি একমত। মামুন সাবের লেখাডার মইদ্যে সামহয়ারের ব্লগার (যারা রোইদ বিষ্টিতে মাইনসের কাছে ফকিরের মতন হাত পাইত্যা টেকা যোগাড় করছে), আমার ব্লগ কর্তৃপক্ষ (যারা অনলাইনে যেই টেকা উটছে-তার ডাবল টেকা দিছে) এবং চিটাগাং এর ব্যবসায়ী (যিনি একলাই ২ লাক টেকা দিছে)- র নাম লেখা উচিত ছিলো।
যাই হোক, আমি নতুন মানুষ। বেশী কতা কওন ঠিক অইবো না। আপনেগো সবতেরে অনুরোদ করি, আগামী সমবার সবতে মিল্যা বইসা একটা ফয়সালা কইরা ফালান। আমগো সবাইর উদ্দেশ্য কিন্ত শাশ্বত রে বালা করনের- এই বেপারে কারো দিমত নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




