...ভেঁজা মেঘের আঁচল ধরে আজ উড়ে বেড়াব দুজন সাদা বক হয়। মেঘের পানিতে উড়ে উড়ে স্নান করব দুজন। ভেঁজা পাখা ঝাপটে ঝাপটে সিক্ত করব একে অন্যকে।
এইয যাহ!!!!!
আচ্ছা তুমি না হয়, বকের মত সাদা আর সুন্দর কিন্তু আমি তো কাকের মত কালো
আচ্ছা বক কি কালো রং এর হয়?!!!
না,, মনে করো একবোরে কালো না, একটু মেটো মেটো রং এর!!!!
নাহ--- আমাকে তোমার সাথে মানাবে না
- শোন শোন__ হ্যা বক তো ছাঁই ছাঁই রং এর ও হয়, আমি দেখেছি।
হুমমম--তবুও মানাবে না, ছাঁই তো ছাঁই-ই___!!!
- কে বলছেে মানাবে না?? খুব মানাবে---- তোমার তবু যদি মনে হয় মানাবে না, ঠিক আছে তাহলে আমি আজ কালো মেঘেদের কাছ থেকে আমার রং বদলে নেব।
...না না, তার দরকার নেই। আমিই বরং সাদা মেঘেদের কাছে_ (ওর হাত চাপা আমার ঠোঁট)।
-চুউউউপ, একদম চুপ, একবারে না, কিছুতেই তুমি সাদা হবে না। আমি বলেছি না ...তুমি আরো কালো হবে??? কখনও ফর্সা হওয়ার চেষ্টা করবেনা??
হুম-
- কে বলেছে মানাচ্ছে না, দ্যাখো, তোমার বুকে আমাকে কত সুন্দর দেখাচ্ছে!!
...হুমম--কাকের বুকে বকের মত!!!
-রাকিব (উচ্চস্বরে) >_< আমি কাকের বুকেই থাকবো, তোর কোন সমস্যা?? আর একটা কথাও বলবিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


