ফজর পার হলো ঘুমের আবরণে,
জহর চলে গেলো কাজের অজুহাতে,
আছর বয়ে গেলো দিন শেষ হচ্ছে বলে,
মাগরিব শেষ হলো ঘরে ফিরবো বলে,
এশা শেষ করলাম টেভি আর বিনোদন দিয়ে।
ভোজন সেরে নিলাম শেষ পর্যনত্ম করে।
রাত শেষ হবে কি না সেটা মনে পরে বৈ কি ?
জীবনের সবই শেষ হয়, হবে।
তবে, শেষ হবার পরে কিছু আছে বৈ কি ?
পারবো না তোমার ঐ প্রখর সাজা নিতে।
সব কিছুর শেষ আছে, শেষ দেখি।
কিনত্ম শেষ দেখি না তো, তোমার রহমতের।
আমি পাপি বলেই তো কষ্ট হয় নিয়তীতে।
ধর্য্য নেই, তোমার নিয়ামতের, শুক্রিয়া নেই।
পারবো না পারবো না আমি তোমাকে ছাড়া ?
তুমি যদি না করো মোরে ক্ষমা।
তুমি রহ্মান, তুমি রাজ্জাক্, তুমি মেহ্েরবান।
তুমি নাজাতেরই শান।
তুমি মোর জীবনেরই জয়োগান,
সাধ জাগে তোমায় ডাকি,
কিন' কোথায় যেন বে-বাগী এ জিঞ্জার।
তোমার ঐ অজস্র প্রেমময় আখেরাত,
কালকের তোমার ঐ হাসরেরই মাঠ,
সেখানে কেউ যে. কারোর নয়।
সেখানে কার কি হয় ?
সেখানে আমার বড্ড ভয় হয়।
হে মেহেরবান ক্ষমা কি করবে না আমায় ?
আমাকে সপে নাও তোমাতে করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




