জাতীয় নির্বাচনের মাত্র কিছুদিন বাকি,সারা দেশের অজপাড়া গাঁ থেকে অট্টালিকার শহর পর্যন্ত সব মানুষের মধ্যে নির্বাচনের আমেজ বইছে-আহা,কি আনন্দ আকাশে বাতাসে,ভোট দেবো মোদের মনেরি আয়েসে।
.
অপরদিকে,নির্বাচন কমিশন খুব শক্ত অবস্থান নিয়ে আঈন অনুযায়ী বিধি ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন,কেউ কোনো প্রশ্ন তোলা দূরে থাক বাকা চোখে চাওয়ার ও সুযোগ নাই। এক কথায় -সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড চলছে,কোনো স্ট্যান্ডবাজীর সুযোগ নেই।
.
রাজনৈতিক দলের কথা আর কি বলবো, তারা নির্বাচনী ক্যাম্পেইনের মাধ্যমে বিপুল উৎসব পালন করছেন। সবার মুখে কমন ডায়লগ -আমরাই জিতবো, আমাদের রুখবে কে,এবার নৌকা জিতবেই,এবার ধানকে মানুষ চায়,এখন সবাই দুই মহিলার শাসনে অতিষ্ঠ হয়ে লাঙ্গল চায় লাঙ্গল।এভাবে নেতা কর্মীরা সারা দেশে অবাধে প্রচারণা চালাচ্ছেন।সবাই সামনের ফ্রি এন্ড ফেয়ার একাদশ ইলেকশনে অংশগ্রহণ করবেন।
.
যাইহোক,শেষমেশ চলে আসলো কাঙ্ক্ষিত সেই নির্বাচন,জনগণ আরামে,আয়েসে,আমেজে,আনন্দে,অবাধে,নির্দ্বিধায় ভোট দিয়ে বিজয়ী করলেন "বাংলাদেশ এক্স পার্টি" আর বিরোধী দল হলেন "বাংলাদেশ ওয়াই পার্টি।
অর্থাৎ ফ্রি এন্ড ফেয়ার গণতান্ত্রিক নির্বাচনে "এক্স পার্টি" ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে বাংলাদেশের শাসক হিসেবে অধিষ্ঠিত হয়েছেন।চলছে বাংলাদেশ শাসন।দেয়ার ইজ নো প্রব্লেম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


