স্বপ্নে আঁকা ধূসর পৃথিবী......
অক্লান্ত পরিশ্রমে আঁকা হৃদয়ের দাগে
ক্ষয়ে ক্ষয়ে যায় গাংচিলের পাড়,
ভালবাসার নাম হয়ে যায় নীল অপেক্ষা
হঠাং পাওয়া সুখের বোনা জালে
আটকিয়ে যাওয়া কোন আর্তনাদের ফসল
হয়ে যায় রং বদলানো আকাশ,
রাত জেগে সৃস্টি করা স্বপ্নের কাব্যগুলো
নস্ট বিশ্বাসের আঘাতে ঘুমিয়ে যায় অবিরাম
হাতড়ে খুজে পাওয়া নিজের সুখগুলোকে
মহাকালের কাছে দিতে হয় শেষ বিদায়
প্রতিক্ষনে প্রতিমুহূর্তে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




