আজ আমি দেখা করব না আমার সাথে
কথা ছিল এমন-ই।
কারোর জন্যে অপেক্ষায় থাকার ইচ্ছেও ছিল না
অথচ বেলা যখন পৌনে একটা
হঠাৎ আটকে গেল ঘড়ির কাঁটা
আমি তখন ঘড়ির কাঁটা সরাতে ব্যস্ত হয়ে পড়লাম
সোশাল মিডিয়ায় মন বসাতে ব্যর্থ হওয়ার পর
সারা জীবনের না খাওয়া অযুত-লক্ষ সিগারেটের নেশা-
একসাথে পেল আমাকে
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এতগুলো সিগারেটের নেশা
তৎক্ষনাৎ আমি একটি মাত্র আমড়া খেয়ে মিটালাম।
এটা একটা অপেক্ষা ছিল
কিসের অপেক্ষা জানি না।
আজ আমার সত্যি দেখা করার কথা ছিল না আমার সাথে
অথচ জারুল তলা, শহীদ মিনার, কাটা পাহাড়, চত্বর, একটি পৃথ্বী
কোথাও জায়গা নেই লুকনোর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




