হ-য-ব-র-ল দিয়েই শুরু হোক ! খারাপ কি ?
কামরান থেকে পেলাম এই সাইটের এড্রেস । অসাধারন ব্যাপার একটা ।
আমার সম্পর্কে প্রথমেই কিছু বলা দরকার ! কিন্তু কি বলবো ? নিজের সম্পর্কে নিজে কিছু বলতে যাওয়া পৃথিবীর কঠিনতম কাজগুলোর মধ্যে অন্যতম ।
আচ্ছা ! "কঠিনতম কাজগুলোর অন্যতম " কেন বলা হলো ? আমি তো আর বসে বসে কঠিনতম কাজগুলো লিষ্ট করছি না ! যাই হোক ..
এইটুকু বলা যায় আপাতাত যে ভালো নেই ! কিছু ভালো লেখা মাথায় ঘুরপাক খাচ্ছে ; কিন্তু লিখতে পারছি না । এমনকি একটা লেখা বস ঠিক আছে শুধু প্রথম লাইটা লিখতে পারছি না । আসলে খারাপ নেই , বলা যেতে পারে অস্বস্তি তে ভুগছি ।
আজ এইটুকুই থাক । টেষ্টিং করলাম ।
আসলেই দারুন একটা সাইট আর তার আপদামস্তক বাংলা । দেখতেই তো ভালো লাগে ।
সবাই ভালো থাকুন ।
রাজীব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




