যাই হোক ব্লগারদের এনট্রি কোয়ালিটি বা এই সব নিয়ে বেশ কিছু লেখা দেখে মনে হলো , এনট্রি টা যে যেভাবে ইচ্ছে লিখবে । সে যেমন ই হোক ! তবে হ্যা একদম অশ্লীল যেন না হয় । আমি নিজেই নোতুন ! ওরকম কিছু আছে কিনা বা ছিল কিনা জানা নেই । না থাকার ই তো কথা । তো সেরকম কিছু না থাকলে লেখা যে টাইপ এর ই হোক না কেন ... " আমি ভাত খাই, দুপুরে ঘুমাই " .. যার পরার ইচ্ছে নেই পরবেন না ভাই ! সবার ই চেষ্টা থাকে ভালো কিছু লেখার । আমার তাই বিশ্বাস । এবং সবাই ই যে যার সামর্থ অনুযায়ী সেভাবেই চেষ্টা করে যায় । আমাদের সবার রুচি একি রকম না। তাই কারো কাছে ভালো লাগে । কারো কাছে খারাপ ।
এর পরেও কারো গা জ্বল্লে , সহ্য না হলে , বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন চাইলে .. "ভাই আপনার 500 মিলিপ্রাম ঘুম বড্ড প্রয়োজন " !
আমারো প্রয়োজন , কতদিন বাতে ঘুমাই না ।
স্বপ্নেরা সব ধরা দিক ।
রাজীব
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




