

এই ছবি গুলো সিলেটের লালা খাল এবং এর আশপাশ থেকে তোলা।
কিভাবে যাবেন- সিলেট শহর থেকে জাফলং রোড ধরে যেতে যেতে সারি ঘাট, সেখানে নেমে বৈঠা কিংবা ইঞ্জিন নৌকা ভাড়া নিয়ে লালা খাল ধরে সীমান্ত পর্যন্ত চলে যেতে পারেন।
কি দেখবেন- লালা খালের পানি দেখবেন। চমৎকার রঙ। পাড়ের দিকে সবুজ পানি আর মাঝে নীলাভ। দু পাশের সবুজ প্রকৃতি দেখবেন, ইতস্ততঃ বিক্ষিপ্ত মাছ ধরা দেখবেন, সবুজ পাহাড় দেখবেন, ক্রমশঃ উচু হতে হতে মেঘালয়ে মিশে গেছে। নদীর পাশেই আছে লালা খাল চা বাগান সেখানেও ঢু মেরে আসতে পারেন। দুপুরের খাবারের জন্য আছে চমৎকার নাজিমগড় ওয়াইল্ডারনেস রিসোর্ট। খালের অনেক ভিতরে, প্রকৃতির মাঝে এবং একদম নদী লাগোয়া এদের রেষ্টুরেন্ট। নৌকা ওদের নিজস্ব ঘাটে ভিড়িয়ে দুপুরের খাবার কিংবা বিকেলের হালকা নাস্তা সেরে নিতে পারেন।
























সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




