হ্যাল্লো ব্লগার্স এন্ড পোস্ট রিডার্স , কেমন আছেন সবাই ? দীর্ঘ বিজ্ঞাপন বিরতির পর আবার আসলাম আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে ! হ্যা আজ আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু পোর্টেবল সফটওয়্যার ! আমি ব্যক্তিগত ভাবে পোর্টেবল সফটওয়্যার এর খুবই ভক্ত । কারন এটা খুব সহজ ব্যবহার বান্ধব । ইনস্টল করার ঝামেলা নাই সিড্রাইভ বাদে অন্য যেকোন ড্রাইভে রাখা যায় ফলে সি ড্রাইভের ওপর চাপ কম পরে এবং পিসিও ও কম স্লো হয় এবং এটা সহজেই পেনড্রাইভে তথা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায় ! যদিও কিছু কিছু সফটওয়্যার ঝামেলা করে তবু একটু ট্রিকস খাটালেই ঝামেলা থেকে মুক্ত থাকা যায় ! তো যাই হোক অনেক বক বক হলো ( ভিন্ন স্টাইলে বলার টেরাই মারসি ) । আসুন মূল পর্বে যাওয়া যাক !
প্রথমেই বলে রাখি সব সফটওয়্যার rar অথবা zip ফাইলে দেয়া , কাজেই আপনার পিসিতে rar সফটওয়্যার ইনস্টল করা আছে নাকি চেক করে নিন যাদের আছে তাদের তো থাকলোই , আর যাদের নেই তারা এখান থেকে 7zip এটা ডাউনলোড করে ইনস্টল করে নিন । যারা winrar ব্যবহার করেন তাদেরকেও বলবো পারলে এটা ব্যবহার করার জন্য । কারণ উইনরার এর চেয়ে এটা অনেক বেশি স্পিডি ।
আমাদের সবারই চিন্তা থাকে কিভাবে আমার পিসি পরিস্কার থাকবে ? পিসি এর ময়লা কিভাবে দূর করা যাবে ? তাই প্রথমেই কিছু cleaning সফটওয়্যার>>>
১. পিসি পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ccleaner খুব জনপ্রিয় একটি সফটওয়্যার । যে কোন cleaning সফটওয়্যার এর চেয়ে এটা অনেক বেশি ভালো । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে >> ডাউনলোড করুন
২. TempFileCleaner . এটাও একটি cleaning সফটওয়্যার তবে ccleaner এর মতো এতটা জনপ্রিয় নয় । কিন্তু পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ccleaner এর চেয়ে কোন অংশে কম যায় না । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে >> ডাউনলোড করুন
৩. wise disk cleaner বা সংক্ষেপে wdc বেশ ভালো আর একটি cleaning সফটওয়্যার এটার পোর্টেবল ভার্সন এখান থেকে >> ডাউনলোড লিঙ্ক
৪. wise regestry cleaner বা সংক্ষেপে wrc আপনার পিসি এর রেজিস্ট্রি cleaning করার জন্য অনন্য এক সফটওয়্যার । ব্যবহারে মজা পাবেন । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে >> ডাউনলোড লিঙ্ক
এবার আমরা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করি তাদের জন্য । আমাদের ব্যবহৃত ফন্টের অক্ষর গুলো খুব ঝাপসা দেখায় । ঠিক এরকম >>
কিন্তু যদি gdi এই সফটওয়্যার ব্যবহার করি তাহলে দেখি কেমন দেখায় ? >>>
কতটা জীবন্ত লাগছে ! এখুনি উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন । তারপর ফাইলটা খুলে জাস্ট রান করুন এবং ম্যাজিক দেখুন । এটা ইন্সটলেশন ছাড়াই !
ফটো বা ছবি রিসাইজের জন্য খুব ভালো একটা পোর্টেবল সফটওয়্যার হলো FSResizer28 । এটা ব্যবহার করে আমি মহা শান্তি পাই । আপনিও ব্যবহার করে দেখুন >> ডাউনলোড লিঙ্ক
ভিডিও কনভার্ট করার জন্য দুর্দান্ত একটা পোর্টেবল সফটওয়্যার হচ্ছে Video_Converter_Portable । ডাউনলোড করুন এখান থেকে >>লিঙ্ক
স্ক্রিনশট নেবার খুবই চমত্কার একটা পোর্টেবল সফটওয়্যার হচ্ছে winsnap । আমার খুবই পছন্দের ! আপনিও ব্যবহার করে দেখুন >> ডাউনলোড লিঙ্ক
ফাইলটা খুলে শুধু রান করুন আর উপভোগ করুন ।
এই যে ভাই বেরাদাররা এখনতো ধুমায়া ডাউনলোড শুরু করবেন মনে হচ্ছে
ডাউনলোড লিঙ্ক
এবার ডাউনলোড শুরু হোক আপনার আর উপভোগ করুন পোর্টেবল সফটওয়্যার এবং সি ড্রাইভের উপর চাপ কমান
আজ এ পর্যন্ত পরবর্তিতে আরো কিছু পোর্টেবল সফটওয়্যার নিয়ে পোস্ট করার চেষ্টা করব। সবার জন্য শুভ কামনা
বি:দ্র: যদি কোন লিঙ্ক কাজ না করে তাহলে অনুগ্রহ করে কমেন্টে বলবেন আমি ঠিক করে দিবো ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




