এবার ভোট একটু বেশিই পড়েছে। বলেছেন সাবেক অর্থমন্ত্রী। অথচ আমরা চিন্তা করছিলাম ওনি পরের বাক্যে যদি বলে আগামীতে ভোটের উপর ভ্যাট। সৃষ্টিকর্তার অপরূপ লীলাখেলা!
তবে খেলাতে বেশি ভূমিকা রেখেছিলেন প্রধান ইলেকশন কমিশনার। অনেকটা অভিমানী প্রেমিকের মতো আচরণ করেছিলেন। বলা হলো বিরোধী দলের এজেন্ট কই৷ ওনি বললেন, এজেন্ট নাই৷ তো আমারও কিছু করার নাই।
আসলেই কিছু করার নাই। একের পর এক ধর্ষণ।আমরা বরং নীরব ভূমিকা পালন করি। কেন সেটারও উত্তর আছে। বিশ্বজিৎকে জনসম্মুখে কুপানো তার খুনিরাও ধরা পড়েছিলো। আজ অনেক বছর হয়ে গেলো। কোর্ট তাদের কয়েকজনকে ফাঁসি দিছিলো। এখন তারা প্রায়ই মুক্ত। সবাইই ইংলিশ প্রিমিয়ার লীগ, লা-লীগা, লীগ-ওয়ান, সবই দেখতেছে।
শুধু দেখেন না, মাদার অফ হ্যানত্যান। কারণ ওনার চোখে শুধু উন্নয়ন। তেমনি উন্নত হচ্ছেন আমাদের প্রিয় জাফর স্যার। তিনি সত্য করে দিচ্ছেন সবাই আহমেদ ছফা বা হুমায়ূন আজাদ হতে পারেন না।
কিন্তু পারেন এরশাদ। গতকাল শুনলাম, বরিশালকে সিঙ্গাপুর বানানোর চেষ্টা হচ্ছে। আগামী নির্বাচনে এরশাদ কোথায় যাবেন সেটা ভাবার বিষয়।
ভাবার বিষয় তেমনি বছরের পহেলা দিনে অস্বাভাবিক জন্মহার। হতে পারে, কিন্তু যে জাতি আগামীকালকে ভালো করে পড়বে বলে বলে পরীক্ষার আগের রাতেও পড়তে পারে না, সে এতো টাইমিং মেন্টেইন করবে সত্যি রহস্যজনক।
রহস্য যাই হোক, ২৯৯ আসনে যে ঐক্যফ্রন্ট যে কয়টি আসন পেয়েছে আসলে সেটাই অনেক বেশি। তারা আবার নির্বাচন চাইতেছে। পরে সব হারাবে। বার্সা-পিএসজির সেই ঐতিহাসিক ম্যাচের মতো হারবে। রেফারিটাও কার বুঝতে হবে।
বুঝার শেষ নাই। আবার কথারও শেষ নাই, আমরা বরং চলি সারমর্মতে। মানুষকে ভুলে মানা যায়, অপরাধে না। অপরাধ ধ্বংস ঢেকে আনে...
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


