;;
;;
;;
কয়েকদিন আগের কথা। হঠাৎ স্বপ্নে দেখলাম ব্যানানা খাচ্ছি।
ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলাম। ব্যানানা দেখার কারণটা কি! এতো কিছু থাকতে ব্যানানা খেলাম কেনো! আশেপাশে কোন খাবনামা নাই। তাই নিজে নিজেই স্বপ্নের একটা ব্যাক্ষা দাড় করাবার চেষ্টা করলাম।
ব্যানানা-র সন্ধি বিচ্ছেদ করলাম। ব্যানানা= ব্যান+আনা।
অর্থাৎ ব্যানানার মাঝে লুকিয়ে আছে "ব্যান" কথাটি।
আমার মেরুদন্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেলো! তবে কি স্বপ্নদেবী কি আমাকে ব্যানানা খাওয়ানোর মাধ্যমে ব্যান খাওয়ার ইংগিত দিলেন!
ও মাই গড!! এখন কি হবে!!
এইটা নিয়া টেনশন করতে করতে এই নিকটি খোললাম।
আজ হঠাৎ দেখি আমি সেফ!
মডুদের কথা দিয়েছিলাম সেফ হলে ভালো হয়ে যাবো। তাই আজ থেকে ভালো হয়ে গেলাম। গুড বয় রাজি।
২।
গান--
যারা মেটাল গান পছন্দ করেন তাদের জন্য ব্রিগেড-৭১ ব্যান্ডের একটি এলবাম দিলাম। http://www.mediafire.com/?u2ngjmzlzb0 মেটালপ্রেমীরা শুনে দেখতে পারেন। ঠকবেন না।
৩।
বিজ্ঞাপন---
** মরার পরে যদি পোস্ট দেওয়া যেতো!!!
** স্বল্পদৈর্ঘ্য বাংলা সাইন্স ফিকশনঃ স্বরাষ্ট্রমন্ত্রী, দা হোম মিনিস্টার
** রাজনীতিবিদ যখন ব্লগার!! - ১ ** চুল ও ভ্রু-র যত্ন, লিখেছেন খালেদা জিয়া।।
ডিসেম্বরের স্পেশাল নাটকঃ করাচি থেকে মগবাজার (১৮- দের প্রবেশ নিষেধ)
ইচ্ছা ছিলো একটা হ-য-ব-র-ল পোস্ট লিখবো। এখন দেখছি বিটিভির বিনোদনমুলক ম্যাগাজিন অনুষ্ঠান হয়ে যাচ্ছে। গান.. বিজ্ঞাপন..
তাই আজ বিদায়।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



