প্রতিদিন সকালে অফিসে আসা সেই একই কাজ করা, কত আর ভাল লাগে জীবনটা তো পানসে হয়ে গেল। একটা পরিবর্তন দরকার।
ঘরে ফিরা, সংসারে সেই একই সুর একই তাল, এটা দরকার ওটা দরকার, কত আর ম্যানেজ করা যায়, নতুন সুর, তাল ও ছন্দে জীবনকে রাঙ্গানো দরকার।
সংসার আর অফিস, অফিস আর সংসার একই রাস্তা একই গতি, পথ চলায় নেই কোন ছন্দ নেই কোন থ্রিল। বন্ধু বান্ধব, আড্ডা, চাপাবাজি সবকিছু মিলে দরকার নতুন গতি, আত্মীয় স্বজন সমাজ সবার সাথে দরকার পথ চলা।
ভাললাগা আর ভালবাসা থেকেও নেই। জীবনে আর থাকলো কি? দরকার সেই সুর আর সেই গান যা আমার মাঝে এনেছিল প্রান
আসলেই কি পরিবর্তন দরকার না এটাই বাস্তবতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


