
কিন্তু কিছু ওয়েবসাইট অনলাইন পত্রিকার নাম করে বিনোদনের নামে চালিয়ে যাচ্ছে পর্ণ সাইট, বর্তমানে লক্ষ করা যায় নিচু মানের কিছু অনলাইন পত্রিকা অর্থাৎ যারা ভিজিটরের জন্য অশ্লীলতার পথ বেঁছে নিয়েছে, সে সাইট গুলো পুরো পর্ণ সাইট হয়ে গেছে । সংবাদের নাম করে নিউজের ভেতর ঢুকিয়ে দিচ্ছে পর্ণ ভিডিও অথবা স্কেন্ডাল ভিডিও, যা দিনে দিনে অনলাইন পত্রিকার মান কমিয়ে দিচ্ছে, আমি মনে করি সভ্য সমাজে তা কখনই গ্রহণ যোগ্য নয় ।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন গুলো যেখানে সামাজিক সংবাদ প্রচার করে মানুষকে প্রযুক্তিতে উপকৃত করাচ্ছে, সেখানে কিছু অনলাইন পত্রিকা বিনোদনের নামে অশ্লীলতা করে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি থেকে দূরে ঠেলে দিচ্ছে । ধ্বংস করছে আমাদের সমাজ, বুঝতে দিচ্ছে না বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে । এখনও অনেক মানুষ ভাবছে প্রযুক্তি মানে বিপজ্জনক কিছু যা ব্যবহারেই মানুষ ধ্বংস হয়ে যায়, ঠিক তাই! কারণঃ একটি লোক যখন ইন্টারনেট শেখে তখন প্রথমে কোন কিছু সার্চ দেয়া বা খুজা, তারপর ই-মেইল এবং সংবাদপত্র পড়া । যখন লোকটি শীর্ষস্থানীয় পত্রিকা ছাড়া বাংলাদেশের অন্যান্য অনলাইন অর্থাৎ পর্ণ পত্রিকা গুলোতে যাবে এবং সে দেখবে অনলাইন পত্রিকা গুলো তে আসলে কি লিখা হয় । কি ?
কি পাবে সেখানে সে ? আপনি কি পাচ্ছেন সেও তা পাবে ! কি পাবেঃ সেক্স ভিডিও অথবা এসব টিপস । তখন তিনি ইন্টারনেট কে কীভাবে নিবেন যদি তিনি সচেতন ও ধার্মিক হয়ে থাকেন ! তিনি কি তার ছেলে মেয়ে, আত্মীয়স্বজনকে অথবা পাড়া-পরশি বন্ধু বান্দব কে ইন্টারনেট এ আগ্রহী করাবে ?
এই রকম একটি পত্রিকার নাম হ্যালো-টুডে। http://hello-today.com/
ফেসবুকে পোর্টাল খুবই খারাপ এবং বাজে ছবি ও খবর প্রকাশ করার দায়ে হ্যালো টুডে নামক অশ্লীল ফেসবুক পেজটি বন্ধ করে দিয়েছে ফেসবুক কতৃপক্ষ। আমাদের কতৃপক্ষ টনক নড়বে কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




