আমরা জানি মানুষ জীবনে যাই পায় তা একান্ত নিজের করে পেতে চায়। এটা মানুষের আধিকাল থেকে চলে আসা সভ্যতা। শুধু মানুষই নয়, প্রাণীকূলের বেশির ভাগ প্রাণীই এতে অব্যস্হ। আর এইসব চরিত্রের বিকাশকে ছোট ভাষায় লোভ বলা যায়। তেমনি একটি বিষয় আমরা এই সামো ব্লগেও দেখে থাকি। যা হচ্ছে লেখকের লেখায় দোষত্রুটি বেড় করা, এবং তা নিচ মনের প্রকাশ ছাড়া আর কিছুই করেনা। যদিও অনেক বিষয় আছে যার মাঝে Positive/Negative মতামত থাকতে হয়, কিন্তু আমি মনে করিনা এখানে এটা থাকার প্রয়োজন আছে বলে।
পাঠকের অনেকেই আছেন যারা নিজের ঞ্জান প্রদর্শন করতে গিয়ে লেখকের উদ্দেশ্যে উসকানিমূলক মন্তব্য করে থাকেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এরকম স্বভাব পরিবর্তন করার চেষ্টা করুন, নাহলে জীবনে অনেক দু:খ আছে।
হ্যা আমি আবারো বলছি আপনারা নিজের মনের সাথে প্রশ্ন করে দেখুন এরকম উসকানিমূলক মন্তব্য যদি আপনার সাথে কেউ করে তাহলে কিরকম লাগবে? আর আপনার যে খারাপ লাগবে তা একদম পরিষ্কার।
আমরা জানি কোন লেখকই Negative মন্তব্য পাবার জন্য লেখেননা। আর লেখক যদি যা চাননা তা ক্রমেই পেতে থাকেন তাহলে তার লেখা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে তা 100% Sure।
তাই আসুন আমরা সবাই আমাদের Positive মন্তব্যের মাধ্যমে লেখকদেরকে উসাহিত করি আগামীতে ভাল লেখা দেয়ার জন্যে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




