বর্তমান প্রেক্ষাপতে যখন RJ নিরবকে নিয়ে চলছে হাজারো সমালোচনা ঠিক এই সময়ে আমি RJ নিরবকে মানবতার অবতার কোন যুক্তিতে বলছি এতা নিয়ে অনেকেই হয়তো চিন্তিতো হয়ে পরেছেন। কিন্তু কষ্টকর হলেও এটা সত্যি যে RJ নিরব মানবতার অবতার।
আসুন এখন আপনাদের বলি সেটা কিভাবে...
যুগে যুগে আমাদের মধ্যে এসেছেন অনেক মনিষী যাদের এই পৃথীবিতে আসার একমাত্র কারনই ছিল মানুষদেরকে বাস্তব জীবনের সাথে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে সঠিক পথে চলতে শেখানো।
ঠিক নয় কি?
তাহলে নীরব কিবা খারাপ কাজ করলো, হ্যাঁ?
আজকাল মেয়েরা যে হারে Rj প্রেমি হয়ে পরেছে, তার হার থেকেতো এটা সামান্যতম ঘটনা। আর মেয়েরা কি ছেলেরাই বা কম যায় কিসে?
আজকাল ফেছবোক সহ বিভিন্ন সচিয়াল নেটওয়ার্ক এ খেয়াল করবেন যে ছেলে মেয়েরা কি পরিমাণ RJ শব্দটা ব্যাবহার করে তাদের নামের পূর্বে!! RJ অমুক RJ তমুক আরও কত কি!
দিন দিন শুধু এই RJদের প্রভাবতো বেড়েই চলেছিল আর এর জন্য সমাজে এক নতুন শ্রেণীর উদ্ভব হচ্ছলো।
কিন্তু ঠিক এই সময়ে মানবতার অবতার হয়ে আবির্ভূত হলেন আমাদের RJ নীরব ভাই। তিনি বোঝিয়ে দিলেন এই সমাজকে ,যে HIV পজিতিভে থেকে আরও মারাত্মক রক্ত অর্থাৎ RJ পজিটিভ রক্ততের মানুষ হচ্ছেন RJ সমাজের কিছছছছছছছু
কিন্তু আজ কিনা মানুষজন তাকে নিয়ে হাজারো কথা বলছে!!! এটা দেখে তিনি কতটা মর্মাহত হতে পারেন একবার চিন্তা করে দেখুন???
যতই হোক তিনিতো আমাদের দেশের গর্ব নাকি?
আর মানুষ নাকি এই দেশের গর্বের গর্ব নষ্ট করতে উঠেপরে লেগেছে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




