একটি বাড়ির জন্য আজ হরতাল। সারা দেশে কম হলেও শখানেক গাড়ি ভাংচুর করা হয়েছে।
ক্যন্টনমেন্ট বোর্ডের নোটিশ এবং হাইকোর্টের রায়ে বৈধভাবে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে এতে অনেকে বাঙালি বা বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন তাহলে গাড়ি ভাংচুর আর হরতালের জন্য আপনাদের গর্ব হচ্ছে?
আর মাত্র একটি জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা বাকি যেটি আজ আর কুরবানির ঈদের বাকি আর মাত্র ২ দিন এমন সময় তারা হরতাল দিল অথচ দেশের জনগনের এতো সমস্যা তার জন্য তাদের কোন কর্মসূচী নেই। বি,এন,পি দিন দিন ব্যাক্তিগত সুবিধা আদায়ের দলে পরিনত হচ্ছে তাদের যে বিশাল একটি জনসমর্থন আছে এবং তারা যে প্রধান বিরোধী দল একথা তারা বার বার ভূলে যাচ্ছে। তাদের এই বিশাল জনসমর্থনকে বি,এন,পির নেতারা সুবিধা আদায়ে কাজে লাগাচ্ছে।
বি,এন,পি অতীতকে কেন বার বার ভুলে যাচ্ছে। তারাও তো হাসিনা - রেহানা বাড়ি কেড়ে নিয়েছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




