
পুব থেকে পশ্চিমে পরিযায়ী পাখিটা উড়ে যায়
অলস সূর্যটা সমুদ্রের বুকে হেলান দিতে দিতে হাই তোলে
কি এক অজানা কষ্ট এসে নীলাকাশকে রক্তাক্ত করে
কাকের ডানার নিচে ছানারা গুটিসুটি মেরে আশ্রয় নেয়
গ্রাম্য কিশোরীরা কলসি নিয়ে কলপাড়ে যায়
জামার ছোট ওড়নাকে বুকের সাথে ভালমতন পেঁচিয়ে নেয় ওরা
হিন্দুপাড়া থেকে ভেসে আসে করুণ শঙ্খধ্বনি
আমি নিস্পলক চোখে লাল আকাশপানে চেয়ে থাকি
আমার চোখে আকাশের লালে রক্তজবা ফোঁটে
হঠাৎ মনে হয় ছবির ফ্রেমে বন্দি হয়ে আটকে গেছে মহাকাল
আরেহ...এসব নিছকই নারীর ছলনার মত
সত্য নামক মেরুদণ্ডের হাড়গোড় ভেঙে দেই
আধ খাওয়া চায়ের কাপে মৃত পিঁপড়েরা ভেসে বেড়ায়
পৃথিবীর সাথে সাথে এই দুই চোখের পাতাও ক্লান্তিতে বন্ধ হয়ে আসে।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



